• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

গোয়েন্দা আটকের দাবি উড়িয়ে ইরানকে মিথ্যাবাদী বলেছে যুক্তরাষ্ট্র

  আন্তর্জাতিক ডেস্ক

২২ জুলাই ২০১৯, ১৮:২৪
ইরান-যুক্তরাষ্ট্র
মার্কিন পররাষ্ট্র সচিব মাইক পম্পেও। ছবি : রয়টার্স

মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রিয় গোয়েন্দা সংস্থা সিআইএ-এর হয়ে কাজ করা ১৭ এজেন্টকে আটক ও কয়েকজনক ফাঁসির রায় দেয়া ইরানের ঘোষণাকে প্রত্যাখান করেছে ওয়াশিংটন। ২০১৯ সালের মার্চ মাস পর্যন্ত মোট ১২ মাসে ১৭ মার্কিন গোয়েন্দাকে আটক করা হয় বলে তার রাষ্ট্রীয় টেলিভিশনে ঘোষণা দেয়।

ইরানে এধরণের ঘোষণা খুব একটা অস্বাভাবিক না হলেও, সময়টা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ, পশ্চিমা শক্তির সঙ্গে পাল্লা দিতে তেহরানের এমন পদক্ষেপ মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা বৃদ্ধি করবে বলে আশঙ্কা করেন বিশেষজ্ঞরা।

তবে, ফক্স নিউজ চ্যানেলেকে দেয়া এক সাক্ষাত্কারে মার্কিন পররাষ্ট্র সচিব মাইক পম্পেও ইরানের এমন ঘোষণাকে উড়িয়ে দিয়ে বলেন, 'ইরানি শাসন ব্যবস্থায় মিথ্যা দাবির দীর্ঘ ইতিহাস রয়েছে... ইরানের গৃহীত যেকোন পদক্ষেপে আমি উল্লেখযোগ্য পরিমাণে নোনতা পদক্ষেপ গ্রহণ করতাম।'

পম্পেও কোনো নির্দিষ্ট ক্ষেত্রে মন্তব্য করতে অস্বীকার করলেও তিনি বলছেন যে, 'ইসলামী প্রজাতন্ত্র ইরান থেকে বাড়ি ফিরিয়ে আনার আমেরিকানদের এক দীর্ঘ তালিকা আছে। সেজন্য আমরা কাজ করছি।'

সাম্প্রতিক সপ্তাহগুলিতে, বৈশ্বিক তেল বাণিজ্যের গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে বেশ কয়েকটি দুর্ঘটনার জন্য যুক্তরাষ্ট্র ইরানকে দুষেছে। ইরান এসব অভিযোগ অস্বীকার করেছে।

শুক্রবার (১৯ জুলাই), ইরান হরমুজে একটি ব্রিটিশ পতাকাঙ্কিত তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে। জিব্রাল্টারে এর আগে ব্রিটিশ রয়্যাল নেভি কর্তৃক একটি ইরানি তেল ট্যাংকার জব্ধ হলে তেহরান আগেই প্রতিশোধের ব্যাপারে লন্ডনকে সতর্ক করে দিয়েছিল। এই উত্তেজনায় মার্কিন ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে পম্পেও বলেন, 'ব্রিটিশ জাহাজের দেখাশুনার দায়িত্ব যুক্তরাজ্যের ওপরেই বর্তাবে।'

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড