• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সিরিয়ায় সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিলেন পুতিন

  আন্তর্জাতিক ডেস্ক

২২ জুলাই ২০১৯, ১৩:৫৪
আসাদ,পুতিন
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে হাত মিলাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। (ছবিসূত্র : আরটি)

যুদ্ধ বিধ্বস্ত দেশ সিরিয়ার সরকারের প্রতি নিজেদের সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রবিবার (২১ জুলাই) দেশ দুটির মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৭০তম বার্ষিকী উপলক্ষে সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের কাছে পাঠানো এক বার্তায় তিনি নিজ দেশের এ অবস্থানের কথা জানান।

যেখানে ভ্লাদিমির পুতিন বলেন, 'বিশ্বব্যাপী চলমান উগ্রতা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে করা যুদ্ধে সিরিয়া ও রাশিয়া এতদিন পরস্পরের মিত্র হয়ে কাজ করছে। যার প্রেক্ষিতে দামেস্ক-মস্কোর ঘনিষ্ঠ সম্পর্ক মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বের নিরাপত্তা ব্যবস্থায় অনুঘটকের ভূমিকা পালন করেছে।'

রুশ প্রেসিডেন্ট বলেন, 'সিরিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সব সময়ই রাশিয়ার সমর্থন অব্যাহত থাকবে। এই দেশ দুটির যৌথ প্রচেষ্টায় অচিরেই সিরিয়া থেকে সন্ত্রাসীদের (আসাদ বিরোধী বিদ্রোহী বাহিনী) মূলোৎপাটন হবে। যার মাধ্যমে জনগণ আবারও তাদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবেন।'

বিশ্লেষকদের মতে, এমন একটি সময়ে পুতিন এই ঘোষণাটি দিলেন; যখন দীর্ঘদিন যাবত চলা গৃহযুদ্ধ শেষে রাশিয়ার সহায়তায় ফের সিরিয়ার নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে আসাদ বাহিনী। অঞ্চলটিতে দফায় দফায় বিমান হামলা পরিচালনা করে এরই মধ্যে সরকার বিরোধী বিদ্রোহীদের তছনছ করে দিয়েছে মস্কো।

চলতি মাসে সিরিয়ায় আসাদ সরকারের বিজয় নিশ্চিতের পর আংশিকভাবে সেখান থেকে নিজেদের সদস্য প্রত্যাহারের ঘোষণা দিয়েছিল লেবাননের ইরান সমর্থিত শিয়াপন্থি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সম্প্রতি বাহিনীটির নিজস্ব টেলিভিশন 'আল-মানারে' দেওয়া এক সাক্ষাৎকারে বাহিনীর প্রধান হাসান নসরুল্লাহ ঘোষণাটি দেন।

আরও পড়ুন :- প্রিয়ার অভিযোগ কতটা আমলে নেবেন ট্রাম্প?

টিভি সাক্ষাৎকারে হাসান নসরুল্লাহ বলেন, 'ইতোমধ্যে সিরিয়া থেকে আসাদ বাহিনীর সমর্থনে লড়াই করা যোদ্ধাদের সংখ্যা কমানো হয়েছে। যদিও এখনো সেখানে আমাদের উপস্থিতি রয়েছে। তবে বর্তমানে আর সেখানে উল্লেখযোগ্য সংখ্যায় থাকার প্রয়োজন নেই।'

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড