• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

যে কারণে বন্ধ হলো লিবিয়ার বৃহত্তম তেলক্ষেত্র 'শাহারা'

  অধিকার ডেস্ক    ২১ জুলাই ২০১৯, ১৯:০৭

শাহারা
লিবিয়ার বৃহত্তম তেলক্ষেত্র শাহারা ; (ছবি : সংগৃহীত)

পাইপলাইনে সমস্যার কারণে শনিবার (২০ জুলাই) লিবিয়ার বৃহত্তম তেলক্ষেত্র শাহারায় তেল উৎপাদন বন্ধ ঘোষণা করেছে দেশটির জাতীয় তেল কোম্পানি। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

শুক্রবার (১৯ জুলাই) ভূমধ্যসাগরের উপকূলে জাউইয়া বন্দরের সঙ্গে সংযোগ পাইপলাইন বন্ধ হয়ে যাওয়ায় শাহারা তেলক্ষেত্র বন্ধের ঘোষণা দেওয়া হয়। এই তেলক্ষেত্র থেকে প্রতিদিন প্রায় ২ লাখ ৯০ হাজার ব্যারেল তেল উৎপাদিত হত। এই তেলক্ষত্রের নিয়ন্ত্রণ করতো জেনারেল খলিফা হাফতারের সামরিক বাহিনী। তবে পাইপলাইন বন্ধের পেছনে কারা দায়ী তা জানা যায়নি।

২০১১ সালে গাদ্দাফী পতনের পর থেকে লিবিয়ার প্রশাসনিক ব্যবস্থা দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। রাজধানী ত্রিপোলির নিয়ন্ত্রণ নেয় জাতিসংঘ সমর্থিত সরকার এবং দেশটির পশ্চিমাঞ্চলের নিয়ন্ত্রণ নেয় হাফতারের সামরিক বাহিনী। তবে রাজধানী ত্রিপোলির নিয়ন্ত্রণ নিতে গত এপ্রিল থেকে অভিযান পরিচালনা করে আসছে খলিফা হাফতারের লিবিয়ান ন্যাশনাল আর্মি ।

ওডি/কেএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড