• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

মুম্বাইয়ের বহুতল ভবনে আগুন

  আন্তর্জাতিক ডেস্ক

২১ জুলাই ২০১৯, ১৫:৩৫
মুম্বাইয়ে অগ্নিকাণ্ড
মুম্বাইয়ে অগ্নিকাণ্ডের শিকার বহুতল ভবন। (ছবিসূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস)

ভারতের বাণিজ্যিক নগরী মুম্বাইয়ের দক্ষিণাঞ্চলীয় কোলাবার একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো ধরনের হতাহত ছাড়াই বেশ কিছু লোককে সেখান থেকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। চারতলা বিশিষ্ট ভবনটি বহুল আলোচিত হোটেল তাজমহলের পাশে অবস্থিত। দমকল বাহিনীর বেশ কয়েকটি ইউনিট এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে।

দমকল কর্মকর্তাদের বরাতে গণমাধ্যম 'এনডিটিভি' জানায়, রবিবার (২১ জুলাই) স্থানীয় সময় দুপুর ১২টা ২০ মিনিটে মুম্বাইয়ের বহুতল সেই ভবনটি আগুনের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে দ্রুত দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন।

অভিযানে অংশ নেওয়া বাহিনীর এক মুখপাত্র বলেন, 'জ্বলন্ত ভবনটির ভেতর থেকে আমরা এখন পর্যন্ত নয়জনকে জীবিত অবস্থায় উদ্ধার করেছি। ধারণা করা হচ্ছে, সেখানে এখনো বেশ কয়েকজন আটকে থাকতে পারেন।'

আরও পড়ুন :- পাকিস্তানের হাসপাতাল এবং চেকপোস্টে আত্মঘাতী হামলায় নিহত ৭

দমকল বাহিনীর এ কর্মকর্তা আরও বলেন, 'আমাদের কর্মীরা ব্যাপক তৎপরতার সঙ্গে তাদের কাজ চালিয়ে যাচ্ছেন। বাহির থেকে উঁচু মই লাগিয়ে পানির সাহায্যে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। তবে এই আগুন লাগার প্রকৃত কারণ এখনো জানা যায়নি।'

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড