• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ব্রিটেনের তেল ট্যাংকার আটকের দুঃসাহসিক ভিডিও প্রকাশ করল ইরান

  আন্তর্জাতিক ডেস্ক

২১ জুলাই ২০১৯, ১১:১০
'স্টেনা ইমপেরো'
ইরানের হাতে আটক ব্রিটেনের তেলবাহী ট্যাংকার 'স্টেনা ইমপেরো'। (ছবিসূত্র : সিএনএন)

পারস্য উপসাগরের হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক সামুদ্রিক আইন লঙ্ঘনের দায়ে ২৩ ক্রুসহ ব্রিটেনের একটি তেল ট্যাংকার আটক করেছে ইরান। শুক্রবার (১৯ জুলাই) ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ট্যাংকারটিকে আটক করে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম 'বিবিসি নিউজ'।

বেশ কিছু দিন যাবত মধ্যপ্রাচ্যের জিব্রাল্টার প্রণালীতে ইরানের একটি তেলবাহী ট্যাংকার আটক করে রেখেছে ব্রিটিশ মেরিন সেনারা। আর এতে উভয় দেশের মধ্যে বর্তমানে এক বৈরী সম্পর্ক বিরাজ করছে। যদিও সেই উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালীতে ব্রিটেনের পতাকাবাহী তেলের ট্যাংকার আটক করে পরিস্থিতি আরও একটু উস্কে দিয়েছে তেহরান।

এ দিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী 'আইআরজিসি'র জনসংযোগ দপ্তর গত শুক্রবার (১৯ জুলাই) রাতে ট্যাংকার আটকের বিষয়ে একটি বিবৃতি দিয়েছে। যেখানে বলা হয়, 'ইরানের হরমুজ প্রণালীর বন্দর ও সামুদ্রিক যান চলাচল বিষয়ক সংস্থার অনুরোধে 'স্টেনা ইমপেরো' নামে একটি ব্রিটিশ তেল ট্যাংকারকে আটক করা হয়। ট্যাংকারটি বর্তমানে বাহিনীর হেফাজতে আছে এবং এর সকল ক্রু নিরাপদে রয়েছেন।'

বিবৃতিতে আরও বলা হয়, 'আন্তর্জাতিক সামুদ্রিক আইনের প্রতি ট্যাংকারটি সম্মান দেখায়নি; যে কারণে হরমুজ প্রণালীতে কর্মরত ইরানের ওই সংস্থা তেল ট্যাংকারটি আটকের জন্য 'আইআরজিসি'র কাছে অনুরোধ জানায়।'

আইআরজিসি জানায়, ট্যাংকারটি মোট তিনটি আইন লঙ্ঘন করেছে। প্রথমত এটি আন্তর্জাতিক জলসীমা থেকে ইরানের সীমানায় ঢুকে পড়েছিল, নিজেকে শনাক্তকরণ সকল যন্ত্রপাতি বন্ধ রেখেছিল এবং আইআরজিসির পক্ষ থেকে বারংবার সতর্ক করার পরও জাহাজটি তাতে কর্ণপাত করেনি।

অপর দিকে এই ট্যাংকার আটক ইস্যুতে এরই মধ্যে এক জরুরি বৈঠকে বসেছিল ব্রিটিশ মন্ত্রিসভা। বৈঠক শেষে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট এক বিবৃতিতে তেহরানকে সতর্ক করে বলেছেন, 'ইরান ব্রিটিশ তেল ট্যাংকার ছেড়ে না দিলে তাদের অবশ্যই 'কঠোর পরিণতি' ভোগ করতে হবে।'

একই সঙ্গে তিনি এখনই কোনো সামরিক পদক্ষেপ গ্রহণের সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেন, 'লন্ডন তেহরানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে বিষয়টি সুরাহার চেষ্টা করছে।'

তেল ট্যাংকারটিতে ২৩ জন ক্রু থাকলেও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন, 'তাদের মধ্যে একজনও ব্রিটেনের নাগরিক নেই।' তবে বিভিন্ন সূত্র থেকে জানানো হয় আটক ক্রুদের মধ্যে ১৮ জনই ভারতীয় নাগরিক।

আরও পড়ুন :- ২৩ ক্রুসহ ব্রিটেনের তেল ট্যাংকার আটক করল ইরান

পরবর্তীতে কর্তৃপক্ষের বরাতে ইরানি মেরিন সেনাদের দুঃসাহসিক সেই অভিযানের একটি ভিডিও প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম 'দ্য গার্ডিয়ান'। যেখানে 'স্টেনা ইমপেরো' নামে ব্রিটেনের পতাকাবাহী সেই তেল ট্যাংকারে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সদস্যদের অভিযান পরিচালনা করতে দেখা যায়।

অভিযানের ভিডিওটি নিচে দেওয়া হলো-

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড