• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

যুক্তরাষ্ট্রকে দেওয়া অঙ্গীকার পূরণ হয়েছে, দাবি মেক্সিকোর

  আন্তর্জাতিক ডেস্ক

২০ জুলাই ২০১৯, ০৯:২২
মেক্সিকান পররাষ্ট্রমন্ত্রী
মেক্সিকান পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো এবরার্ড। (ছবিসূত্র : ভয়েস অফ আমেরিকা)

মার্কিন যুক্তরাষ্ট্র অভিমুখী অভিবাসন প্রত্যাশীদের ঢল কমিয়ে আনতে দেশটিকে দেওয়া অঙ্গীকার পুরোপুরি পূরণ করা হয়েছে বলে মনে করেন মেক্সিকান পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো এবরার্ড। শুক্রবার (১৯ জুলাই) এল সালভেদরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

উপস্থিত সাংবাদিকদের মার্সেলো এবরার্ড বলেন, 'আমরা অভিবাসন ইস্যুতে মার্কিন প্রতিনিধিদের কাছে করা অঙ্গিকার পূরণ করেছি। তাই আমি মেক্সিকান পণ্যে ট্রাম্প প্রশাসনের অতিরিক্ত শুল্কারোপের কোনো কারণই দেখছি না।'

ব্রিটিশ বার্তা সংস্থা 'রয়টার্স' এক প্রতিবেদনে জানায়, সম্প্রতি যুক্তরাষ্ট্রের দিকে যাওয়া অভিবাসীদের ঢল নিয়ন্ত্রণে আনতে মেক্সিকো সরকারকে ৪৫ দিনের সময়সীমা বেঁধে দিয়েছিল ট্রাম্প প্রশাসন। তখন দেশটিকে জানিয়ে দেওয়া হয়, নির্ধারিত এই সময়ের মধ্যে যথাযথ ব্যবস্থা না নিলে যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য ইস্যুতে দেশটির ওপর শাস্তিমূলক শুল্ক আরোপ করবে।

সীমান্তে অভিবাসী

মেক্সিকো সীমান্ত দিয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করছেন অভিবাসীরা। (ছবিসূত্র : ফক্স নিউজ)

যার প্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, 'মেক্সিকো খুব শিগগিরই তাদের সীমান্ত এলাকায় কড়াকড়ি আরোপ না করলে দেশটি থেকে আমদানিকৃত সকল পণ্যের ওপর অতিরিক্ত ৫ শতাংশ করে শুল্ক আরোপ করা হবে।'

ট্রাম্প হুঁশিয়ারি উচ্চারণ করে আরও বলেছিলেন, 'শুল্ক আরোপের এ হার প্রতি মাসে ব্যাপক ভাবে বাড়তে থাকবে। তাই অবিলম্বে এসব অভিবাসীদের ঠেকাতে মেক্সিকো সরকার যথাযথ ব্যবস্থা নিবে বলে যুক্তরাষ্ট্র আশা করছে।'

আরও পড়ুন :- ট্রাম্পের মিছিলে মুসলিম 'কংগ্রেসম্যান'কে কটাক্ষ করে স্লোগান

গত ১০ জুন থেকে যুক্তরাষ্ট্র সরকারের এই শুল্ক আরোপের ঘোষণা কার্যকরের কথা ছিল। যা নিয়ে মীমাংসা করতে এরই মধ্যে মার্কিন ও মেক্সিকান প্রশাসন বেশ কয়েক দফায় আলোচনা করেছে। পরে প্রতিবেশী এই দুই দেশের এক যৌথ বিবৃতিতে জানানো হয়, গোটা সীমান্তে অভিবাসন প্রত্যাশীদের ঠেকাতে মেক্সিকো প্রশাসন যাবতীয় পদক্ষেপ গ্রহণে রাজি হয়েছে।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড