• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

পরমাণু চুক্তি

ইরানের সঙ্গে চুক্তি চালিয়ে যাবে ফ্রান্স-জার্মানি-ব্রিটেন

  অধিকার ডেস্ক

০১ মে ২০১৮, ১১:৩৫

নতুন মোড় নিতে যাচ্ছে ক্ষমতাধর পাঁচ রাষ্ট্রের সঙ্গে ইরানের পরমাণু চুক্তির সম্পর্ক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের চুক্তি বাতিলের হুমকির পর এবার ক্ষমতাধর তিন রাষ্ট্র ফ্রান্স, জার্মানি ও ব্রিটেন চুক্তি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে জানিয়েছেন ফ্রান্স, জার্মানি ও ব্রিটেন ওই চুক্তি সমর্থন করে যাবে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ও জার্মানির চ্যন্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে ফোনে এই বিষয়ে আলাপ করেছেন। তারা মনে করেন, তেহরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে এটিই সবচেয়ে ভালো উপায়। চুক্তিটিকে আরও বিস্তৃত করে ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি কর্মসূচি, চুক্তি শেষে কী হবে ইত্যাদি বিষয়কে এর আওতায় আনা যেতে পারে।

এ ব্যাপারে থেরেসা মে’র কার্যালয় থেকে দেয়া একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘ইরান বিভিন্ন ক্ষেত্রে যেসব চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে, সেগুলো নিয়ে তারা সম্মিলিতভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড