• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

সারা দেশ থেকে অনুপ্রবেশকারীদের বিদায় করা হবে, বললেন অমিত শাহ

  আন্তর্জাতিক ডেস্ক

১৭ জুলাই ২০১৯, ২০:০৯
অমিত শাহ
অমিত শাহ ; (ছবি : সংগৃহীত)

লোকসভা নির্বাচনের প্রচারের মতো ভোট শেষ হওয়ার পরও অনুপ্রবেশ নিয়ে সমান সরব অমিত শাহ। অনুপ্রবেশকারী ও এ দেশে অবৈধভাবে বসবাসকারীদের বিরুদ্ধে ফের হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী।

বুধবার (১৭ জুলাই) রাজ্যসভায় অমিত শাহ সাফ জানিয়ে দেন, দেশের প্রতিটি কোণ থেকে খুঁজে খুঁজে বের করা হবে অনুপ্রবেশকারী ও অবৈধভাবে বসবাসকারীদের। আন্তর্জাতিক আইন অনুযায়ী তাদের ফেরত পাঠানো হবে তাদের দেশে। সুপ্রিম কোর্টের নির্দেশেই তা করা হবে। আসামের পর দেশের অন্যান্য অংশে এনআরসি মতো পদক্ষেপ নেওয়া হবে কি না প্রশ্ন করা হলে তার উত্তরে ওই কথা বলেন শাহ।

এ দিন লোকসভায় রাজনাথ সিংও একই কথা বলেন। রাজনাথ বলেন, দেশে অবৈধভাবে বসবাসকারী বিদেশিদের চিহ্নিত করা হবে এবং তাদের ফেরত পাঠানো হবে। দেশজুড়েই খুঁজে বের করা হবে তাদের।

উল্লেখ্য, সম্প্রতি এনআরসি নিয়ে সরকারকে নিশানা করেন তৃণমূল সংসদ মহুয়া মৈত্র। মনে করা হচ্ছে সেই আত্রমণেরও জবাব দিল সরকার। তিনি বলেন, এ দেশে ৫০ বছরেরও বেশি যারা বাস করছেন তাদের এক টুকরো কাগজের দোহাই দেওয়া হচ্ছে।

ওডি/কেএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড