• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

সুদানে সামরিক ও বেসামরিকদের মধ্যে ক্ষমতা ভাগাভাগির চুক্তি

  আন্তর্জাতিক ডেস্ক

১৭ জুলাই ২০১৯, ১৬:৪৮
সুদান
সামরিক ও বেসামরিকদের মধ্যে চুক্তি স্বাক্ষর ; (ছবি : এএফপি)

দীর্ঘদিন বিক্ষোভ ও গণহত্যার পর সুদানের রাষ্ট্রীয় ক্ষমতা ভাগাভাগি করে সামরিক জান্তা ও বেসামরিক নেতাদের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির বিষয় নিয়ে গতকাল সারারাত আলোচনার পর বুধবার (১৭ জুলাই) এই চুক্তি স্বাক্ষরিত হয়। 'বিবিসি নিউজ'

ক্ষমতাসিন সামরিক পরিষদের উপ-প্রধান মোহাম্মাদ হামদান দাগালো এএফপি'কে বলেন, এ চুক্তি ছিল সুদানের একটি 'ঐতিহাসিক মুহূর্ত।' জেনারেলদের পক্ষ থেকে দাগালো চুক্তিটি স্বাক্ষর করেন। এর মধ্যদিয়ে দেশটি শাসনে একটি বেসামরিক প্রশাসন গঠনের সুযোগ তৈরি হলো।

গত এপ্রিলে সামরিক হস্তক্ষেপে প্রেসিডেন্ট ওমর আল-বশির ক্ষমতাচ্যুত হওয়ার পর বিক্ষোভকারীরা একটি বেসামরিক প্রশাসন গঠনের জোর দাবি জানিয়ে আসছে। এই দাবি বাস্তবায়নে প্রাণ হারাতে হয়েছে অনেককে।

এএফপি'র এক সংবাদদাতা জানান, উভয় পক্ষ 'রাজনৈতিক ঘোষণা' শীর্ষক একটি চুক্তি স্বাক্ষর করেছে। রাতে চুক্তিটির বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার পর তারা এ চুক্তি স্বাক্ষর করেন।

ওডি/কেএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড