• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ব্রিটেনকে কোনো ছাড় দিতে নারাজ ইরান

  অধিকার ডেস্ক    ১৫ জুলাই ২০১৯, ১০:০৯

ইরানের তেলবাহী ট্যাংকার
ব্রিটিশ মেরিন সেনাদের হাতে আটক ইরানের তেলবাহী ট্যাংকার। (ছবিসূত্র : দ্য নিউজ ইয়র্ক টাইমস)

সম্প্রতি জিব্রাল্টার প্রণালীতে আটক ইরানের তেলবাহী ট্যাংকার ইস্যুতে যুক্তরাজ্যের প্রতি কঠোর হওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছে তেহরান। রবিবার (১৪ জুলাই) লন্ডনে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত হামিদ বায়েদিনেজাদ বলেন, 'আটক তেলবাহী সুপার ট্যাংকার গ্রেস-ওয়ানকে এখনই মুক্ত করতে হবে। নয়তো আর ব্রিটেনকে কোনো প্রকারের ছাড় দেওয়া হবে না।'

এক টুইট বার্তায় ইরানের এই রাষ্ট্রদূত বলেন, 'সম্পূর্ণ বেআইনিভাবে ট্যাংকারটি আটক করে ব্রিটেন যে ভুল করেছে তার পুনরাবৃত্তি আর উচিত নয়। ইরানি জাহাজ কোনো আইন বা প্রথা ভঙ্গ করেনি। তবে ব্রিটেন দস্যুতার মাধ্যমে নিশ্চিতভাবে বেআইনি কাজটি করেছে। যা কখনই মেনে নেওয়া হবে না।'

রাষ্ট্রদূত হামিদ বায়েদিনেজাদ জোর দিয়ে বলেন, 'তেহরানের তেল ট্যাংকার ও কার্গোকে অবিলম্বে মুক্তি দিলেও ব্রিটেন তাদের পদক্ষেপের জন্য বিনা জবাবে পার পাবে না।'

কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা 'রয়টার্স' জানায়, গত ৪ জুলাই ব্রিটেনের নিয়ন্ত্রণাধীন জিব্রাল্টার প্রণালী থেকে ইরানের তেলবাহী সুপার ট্যাংকার গ্রেস-ওয়ানকে আটক করেছিল ব্রিটিশ মেরিন সেনারা। জিব্রাল্টার কর্তৃপক্ষ ইতোমধ্যে জাহাজের সব ক্রুকে ছেড়ে দিলেও জাহাজটি মুক্তির বিষয়ে এখনো নেওয়া হয়নি কোনো পদক্ষেপ।

যদিও বিষয়টি নিয়ে এরই মধ্যে টেলিফোনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফের সঙ্গে কথা বলেছিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট। ফোনালাপে ব্রিটিশ মন্ত্রী বলেন, 'ট্যাংকারের তেল কোথা থেকে এসেছে তা নিয়ে মোটেও ব্রিটেনের কোনো মাথাব্যথা নেই। তবে আমাদের চিন্তার বিষয় হচ্ছে এই তেল ঠিক কোথায় যাচ্ছে। এটি সিরিয়ায় যাচ্ছে না কেবল এমন গ্যারান্টি দিলেই ট্যাংকারটি মুক্ত করে দেওয়া হবে।'

আরও পড়ুন :- পাকিস্তানকে ৬ বিলিয়ন ডলার জরিমানা করল বিশ্বব্যাংক

শক্তিশালী এই দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের ফোনালাপে তেল ট্যাংকার ইস্যুতে সুরাহা না হওয়ায়; ব্রিটেনকে আর কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন দেশটিতে নিযুক্ত ইরানের এই রাষ্ট্রদূত।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড