• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সমুদ্র থেকে ইউরোপমুখী ১৪১ অভিবাসী উদ্ধার

  আন্তর্জাতিক ডেস্ক

১৪ জুলাই ২০১৯, ১৬:২৭
সমুদ্রে ভাসমান অভিবাসী
সমুদ্রে ভাসমান অভিবাসীদের উদ্ধার করছেন কর্মীরা। (ছবিসূত্র : নিউজ ফ্রন্ট)

মরক্কো ও স্পেনের মধ্যবর্তী সমুদ্র উপকূল থেকে গত একদিনে ইউরোপমুখী সাব সাহারা অঞ্চলের অন্তত ১৪১ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে কর্তৃপক্ষ। শনিবার (১৩ জুলাই) স্প্যানিশ নৌ উদ্ধারকারী দলের পক্ষ থেকে গণমাধ্যমে এ তথ্য জানানো হয়।

উদ্ধারকারী দলটির দাবি, আল-বোরান সমুদ্র উপকূলে ভাসমান অবস্থায় নারী ও শিশুসহ অন্তত ৮৬ অভিবাসীকে উদ্ধার করা হয়। যারা মোট দুটি নৌকায় চেপে সাগরে ভাসছিল। কর্মকর্তারা নৌকায় থাকা সকল যাত্রীকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়। তাছাড়া জিব্রাল্টার প্রণালী থেকে আরও কমপক্ষে ৫৫ জনকে উদ্ধার করা হয়েছে।

এ দিকে গত বুধবার (১০ জুলাই) আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানায়, চলতি বছরের শুরু থেকে সমুদ্রে পাড়ি জমিয়ে প্রায় ১১ হাজার অভিবাসন প্রত্যাশী স্পেনে প্রবেশ করে। যার মধ্যে উত্তর আফ্রিকা থেকে সাগর পাড়ি দিতে গিয়ে প্রায় দুই শতাধিক লোকের মৃত্যু হয়।

আরও পড়ুন :- হজ ইস্যুতে সৌদি-কাতারে উত্তেজনা

সংস্থা আরও জানায়, এই সময়ের মধ্যে উত্তর আফ্রিকা থেকে আগত প্রায় ৩১ হাজার ৬শ অভিবাসী ইউরোপে প্রবেশ করেছে। যদিও এতে ভূমধ্যসাগরে ডুবে অন্তত ৬৮২ অভিবাসী প্রাণ হারায়।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড