• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

হুথি হামলায় ৭ ইয়েমেনি সেনা নিহত

  আন্তর্জাতিক ডেস্ক

১২ জুলাই ২০১৯, ১৭:৩৩
হুথি
(ছবি : প্রতীকী)

ইয়েমেনের আল-বাইদা প্রদেশে হুথি বিদ্রোহীদের হামলায় সরকারি বাহিনীর সাত সদস্য নিহত হয়েছে। বৃহস্পতিবার ( ১১ জুলাই) শেষ প্রহরে আল-বায়দা প্রদেশের পূর্বে অবস্থিত কনায় শহরে এই হামলা চালানো হয় বলে দেশটি এক সামরিক বিবৃতিতে জানানো হয়। 'জিনহুয়া'

সরকারি বাহিনীর হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকায় নিয়ন্ত্রণ নিতে গেলে সরকারি বাহিনীর ওপর হামলা চালায় হুথি বিদ্রোহীরা। আগে থেকেই হামলার ছক কষে রেখেছিল হুথি বিদ্রোহীরা। এই হামলায় নিরাপত্তা বাহিনীর সাত সদস্য নিহত হয়।

২০১৪ সালে ইয়েমেন গৃহযুদ্ধ শুরু হওয়ার পর দেশটির রাজধানী সানা ও উত্তরাঞ্চলসহ বেশ কিছু অঞ্চলের নিয়ন্ত্রণ নেয় হুথি বিদ্রোহীরা। জাতিসংঘের দেওয়া তথ্য মোতাবেক, বর্তমান বিশ্বে সবচেয়ে মানবিক সংকট বিরাজ করছে ইয়েমেনে। এখানে প্রায় সাত মিলিয়ন মানুষ ক্ষুধা দারিদ্র্যতার মধ্যে জীবন পার করছে।

ওডি/কেএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড