• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

আমিরাতে বাস দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু

  আন্তর্জাতিক ডেস্ক

১২ জুলাই ২০১৯, ০৬:১০
আরব আমিরাতে বাস
আমিরাতে দুর্ঘটনাগ্রস্ত বাস। (ছবিসূত্র : দ্য খালিজ টাইমস)

মধ্যপ্রাচ্যের আরব উপদ্বীপের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দেশ সংযুক্ত আরব আমিরাতে বাস দুর্ঘটনায় অন্তত দুই এশীয় শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও কমপক্ষে ৩১ জন। তবে হতাহতরা ঠিক কোন দেশের নাগরিক তা এখনও জানা সম্ভব হয়নি।

কর্তৃপক্ষের বরাতে গণমাধ্যম 'খালিজ টাইমস' জানায়, বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে দেশটির রাস আল খাইমাহর শেখ মোহাম্মদ বিন জায়েদ সড়কে যাত্রীবাহী এই বাসটি দুর্ঘটনার কবলে পরে। মূলত এতেই এ হতাহতের ঘটনাটি ঘটে।

এ দিকে রাস আল খাইমাহ (রাক) পুলিশের সেন্ট্রাল অপারেশন রুমের মহাপরিচালক ব্রিগেডিয়ার মোহাম্মদ সায়িদ আল হুমাইদ গণমাধ্যমকে বলেন, 'রাস্তায় গাড়ি অন্য গাড়ির সঙ্গে ওভারটেকিংয়ের সময় বাসটি দুর্ঘটনার শিকার হয়।'

তিনি আরও বলেন, ' দুপুর ১২টার দিকে রাক পুলিশ মর্মান্তিক এই দুর্ঘটনার খবরটি পায়। পরে তাৎক্ষণিক ঘটনাস্থলে পর্যাপ্ত সংখ্যক টহল পুলিশ, অ্যাম্বুলেন্স, প্যারামেডিকস ও উদ্ধারকারী দলের সদস্যদের মোতায়েন করা হয়।'

দুর্ঘটনার সর্বশেষ তথ্য জানিয়ে ব্রিগেডিয়ার মোহাম্মদ সায়িদ আল হুমাইদ বলেন, 'দুর্ঘটনায় মারাত্মক আহত দুজন এশীয় শ্রমিকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। তাছাড়া বিভিন্ন বয়সী আরও অন্তত ৩১ শ্রমিককে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।'

আরও পড়ুন :- শিশু ধর্ষণে 'মৃত্যুদণ্ডে'র বিধান করল ভারত

অপর দিকে কর্তৃপক্ষের দাবি, হতাহতদের মধ্যে ছয়জনের অবস্থা বেশ আশঙ্কাজনক। তাছাড়া বাকি ২৩ জন সামান্য জখম হয়েছেন। তারা সবাই বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতে আছেন। তাছাড়া নিহত দুজনের মরদেহকে ময়নাতদন্তের জন্য ইতোমধ্যে মর্গে পাঠানো হয়েছে।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড