• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি

প্লুটোনিয়াম উৎপাদনে যতটা দরকার ইউরোনিয়াম সমৃদ্ধির হুমকি

  আন্তর্জাতিক ডেস্ক

০৩ জুলাই ২০১৯, ১৭:৪৬
ইরানের ইউরোনিয়াম সমৃদ্ধি
হাসান রুহানি। ছবি : এএফপি

বিশ্ব পরাশক্তিধর দেশগুলোর অংশগ্রহণে ২০১৫ সালে ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে করা পারমাণবিক চুক্তিতে ইরানের ইউরোনিয়াম সমৃদ্ধির বেঁধে দেয়া সময়সীমা আগামী রবিবার (৭ জুলাই) শেষ হচ্ছে। বুধবার (৩ জুলাই) দেশটির রাষ্ট্রপতি হাসান রুহানি বলেছেন, ৭ই জুলাই আমরা ইউরেনিয়াম সমৃদ্ধির ৩ দশমিক ৬৭ শতাংশের সীমা অতিক্রম করব, এরপর 'যতটা প্রয়োজন' হবে ততটাই সমৃদ্ধ করব।

এক মন্ত্রিপরিষদ বৈঠকে রুহানি বলেন, 'আগামী ৭ জুলাই থেকে আমাদের ইউরোনিয়াম সমৃদ্ধকরণে ৩ দশমিক ৬৭ শতাংশ সীমা আর থাকবে না। আমরা এই প্রতিশ্রুতি একপাশে রেখে আমাদের যতটা অপরিহার্য, যতটা চাই, আমাদের যা প্রয়োজন তা আমরা সমৃদ্ধ করব, ৩.৬৭ শতাংশ অতিক্রম করে পরিমাণ আমরা বাড়াব।'

রুহানি বলেন, ইরানের পারমাণবিক চুক্তিতে যদি অন্যান্য পক্ষ- ব্রিটেন, চীন, ফ্রান্স, জার্মানি ও রাশিয়া চুক্তির প্রতি তাদের অঙ্গীকার পালন করে তাহলে ইরান তার পদক্ষেপ পাল্টাবে না। যতক্ষণ পর্যন্ত অন্যান্য দল প্রতিশ্রুতিবদ্ধ থাকবে ততক্ষণ পর্যন্ত আমরাও চুক্তিতে প্রতিশ্রুতিবদ্ধ থাকব। আমরা জেসিপিওআ (যৌথ সমন্বের পরিকল্পিত পদক্ষেপ)-কে শতভাগ মানবো যদি অন্যরাও শতভাগ মেনে থাকে।'

বিদ্যুৎ উৎপাদনের জন্য যথেষ্ট কিন্তু পারমাণবিক অস্ত্র তৈরির জন্য ৯০ শতাংশ স্তর কম রেখে চুক্তিতে ইউরোনিয়াম সমৃদ্ধির সীমা নির্ধারণ করে দেয়া হয়। ৭ই জুলাইর পর ইরান একটি ভারী জলীয় চুল্লির পুনর্নির্মাণ শুরু করবে বলে রুহানি জানায়। তিনি বলেন, 'এই রিএক্টরকে এমন এক অবস্থায় আনা হবে যা আপনাদের (পশ্চিমা) মতে বিপজ্জনক এবং প্লুটোনিয়াম উৎপাদনে সক্ষম।'

পহেলা জুলাই ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ বলেন, পারমাণবিক চুক্তিতে সম্মত হওয়া ৩০০-কেজির কম সমৃদ্ধ ইউরেনিয়াম স্টকপাইলের সীমা তেহরান অতিক্রম করেছে। এই ঘোষণা ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বাড়িয়েছিল।

জারিফ বলেন, 'আমরা আমাদের সমৃদ্ধ ইউরেনিয়াম স্টকপাইলের ৩০০ কিলোগ্রাম সীমা অতিক্রম করার কথা আমাকে জানানো হয়েছে। এসব ব্যবস্থা পাল্টানো সম্ভব। যদি ইউরোপ চুক্তির পক্ষে অবস্থান নেয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ না নেয় তবে ইরান চুক্তির শর্তগুলো মেনে চলবে না'। গত মাসে দেশটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ক্ষমতা বাড়ানোর পরিকল্পনার কথা ঘোষণা করেছিল।

নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে ৩০০-কেজির সীমা ছাড়িয়ে যাবে বলে ইরান প্রায়ই হুমকি দিচ্ছে। ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রকে চুক্তি থেকে সরিয়ে নেয়ার পর ইরান এমন ব্যবস্থার কথা জানায়। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ঐ পরমাণু চুক্তির অন্য স্বাক্ষরকারীরা ছিল বিশ্বের ৬ পরাশক্তি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড