• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

পরমাণু ইস্যুতে ইইউ'র আহ্বান প্রত্যাখ্যান করল ইরান

  আন্তর্জাতিক ডেস্ক

০৩ জুলাই ২০১৯, ১৩:৩৯
ইরানের ইউরেনিয়াম মজুদ কেন্দ্র
ইরানের ইউরেনিয়াম মজুদ কেন্দ্র পরিদর্শন করছেন প্রেসিডেন্ট হাসান রুহানি। (ছবিসূত্র : ইরান ডেইলি)

মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদের পরিমাণ ৩০০ কেজির নিচে নামানোর বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) করা আহ্বানকে এরই মধ্যে প্রত্যাখ্যান করেছে তেহরান। একই সঙ্গে এখন থেকে ইইউভুক্ত দেশগুলোর গৃহীত পদক্ষেপের সঙ্গে সামঞ্জস্য রেখে পরমাণু সমঝোতা রক্ষার্থে যথাযথ পদক্ষেপ গ্রহণের ঘোষণা দিয়েছে দেশটি।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফের দেওয়া ঘোষণার বরাতে বার্তা সংস্থা 'রয়টার্স' জানায়, গত মঙ্গলবার (২ জুলাই) তেহরানের ইউরেনিয়াম মজুদ বৃদ্ধি প্রসঙ্গে উদ্বেগ জানিয়ে ইইউ একটি বিবৃতি প্রকাশ করেছিল। মূলত ইইউ'র এ কার্যক্রমের প্রেক্ষিতে এমন ঘোষণা সিদ্ধান্ত নীল ইরান।

জাভেদ জারিফ এক টুইট বার্তায় বলেন, 'ইউরোপের তিন দেশ এবং ইইউ যতদিন ইরানের সঙ্গে আর্থিক লেনদেন সংক্রান্ত যাবতীয় প্রতিশ্রুতি মেনে চলবে; তেহরানও ঠিক ততদিন পরমাণু সমঝোতার পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিশ্চিত করে যাবে।'

ইরানি পররাষ্ট্রমন্ত্রী তার টুইটার পোস্টে আরও বলেন, 'ইরান এখন থেকে পরমাণু সমঝোতার ঠিক সেই অংশটুকুই মেনে চলবে, ইইউ'র দেশগুলো এতদিন যতটুকু মেনে চলেছিল। যদিও সেক্ষেত্রে যথেষ্ট ন্যায় ও নিষ্ঠা বজায় রাখা হবে।'

এর আগে গত মঙ্গলবার ইরানকে নিজেদের ইউরেনিয়াম মজুদের পরিমাণ কমানোর আহ্বান জানিয়েছে ইইউ'র পররাষ্ট্র বিষয়ক প্রধান কর্মকর্তা ফেডেরিকা মোগেরিনি একটি বিবৃতি দিয়েছিলেন। যেখানে ব্রিটেন, জার্মানি এবং ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীরাও তাদের মতামত পাঠিয়েছিলেন।

বিবৃতিতে বলা হয়, 'ইরানকে ২০১৫ সালের পরমাণু সমঝোতা চুক্তি মেনে অতিরিক্ত সমৃদ্ধ ইউরেনিয়াম আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে। নয়তো ইইউ দেশটির বিরুদ্ধে চুক্তি অনুযায়ী কঠোর পদক্ষেপ নিবে।'

আরও পড়ুন :- মার্কিন নিষেধাজ্ঞার পরও যে কারণে ইউরেনিয়ামের মজুদ বাড়াল ইরান

যদিও ছয় জাতির স্বাক্ষরিত পরমাণু চুক্তি এরই মধ্যে লঙ্ঘন করেছে ইরান। গত সোমবার (১ জুলাই) ইরানি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ বলেছিলেন, 'কোনো চাপের কাছে ইরান কখনোই নতি স্বীকার করবে না। যুক্তরাষ্ট্র যদি আলোচনা করতে চায়, তাহলে সকল হুমকি ধমকি পরিহার করে, সম্মান প্রদর্শনের মাধ্যমে কথা বলতে হবে। আমাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী ইউরেনিয়াম সমৃদ্ধির পরিমাণ ৩০০ কেজি অতিক্রম করেছে।'

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড