• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

গ্রেফতার ফিলিস্তিন মন্ত্রীকে ছেড়ে দিল ইসরায়েল

  আন্তর্জাতিক ডেস্ক

০১ জুলাই ২০১৯, ০৯:১৮
ফিলিস্তিনি মন্ত্রী গ্রেফতার
চিলির প্রেসিডেন্টকে আল-আকসা মসজিদ ঘুরে দেখাচ্ছেন ফিলিস্তিন মন্ত্রী। (ছবিসূত্র : আল-জাজিরা)

ফিলিস্তিনের জেরুজালেম বিষয়ক মন্ত্রী ফাদি আল-হাদমিকে গ্রেফতারের পর ছেড়ে দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এর আগে গত শনিবার (২৯ জুন) স্থানীয় সময় দিবাগত রাতে পূর্ব জেরুজালেমে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তাকে মাত্র কয়েক ঘণ্টা আটকে রেখে জিজ্ঞাসাবাদের পর আবারও মুক্ত করে দেওয়া হয় বলে ফিলিস্তিন কর্তৃপক্ষের বরাতে খবর ছেপেছে চীনা বার্তা সংস্থা 'সিনহুয়া'।

এ দিকে ফিলিস্তিনি এই মন্ত্রীর আইনজীবী মুহান্নাদ জাবারা বলেন, 'ইসরায়েলের ডানপন্থি সরকারের চাপেই তাকে গ্রেফতার করা হয়েছিল। সম্প্রতি চিলির প্রেসিডেন্ট সেবাস্টিয়ান পিনেরা ও তার প্রতিনিধি দলকে শহরে আল-আকসা মসজিদ ঘুরে দেখানোর পরপরই আল-হাদমিকে গ্রেফতার করা হয়।'

আল-হাদমির আইনজীবী আরও বলেন, 'জেরুজালেম এবং আল-আকসা মসজিদে চিলির প্রেসিডেন্টকে নিয়ে যাওয়ায় 'ইসরায়েলের সার্বভৌমত্ব' লঙ্ঘন হয়েছে বলে এরই মধ্যে অভিযোগ তুলেছে দেশটির গোয়েন্দা ও পুলিশ কর্মকর্তারা। যে কারণে এবার তাকে আটকে রেখে এসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন তারা।'

অপর দিকে ফিলিস্তিন মন্ত্রীকে আটকের বিষয়টি নিশ্চিত করে ইসরায়েলি পুলিশের মুখপাত্র মিকি রোজেনফেল্ড বলেছিলেন, 'শনিবার (২৯ জুন) ও রবিবার-এর মধ্যবর্তী রাতে পূর্ব জেরুজালেমে আল-হাদমিকে নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। তাকে গ্রেফতারের আগেই তার মোবাইল ফোন জব্দ কর হয়েছিল। পূর্ব জেরুজালেমের আল-কুদস অঞ্চলে ফিলিস্তিন কর্তৃপক্ষের কার্যক্রম বৃদ্ধি করার কারণে তাকে এই পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।'

আরও পড়ুন :- ফিলিস্তিন মন্ত্রীকে গ্রেফতার করেছে ইসরায়েলি পুলিশ

এর আগে গত মঙ্গলবার (২৫ জুন) চিলির প্রেসিডেন্ট ও তার প্রতিনিধি দলকে জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ পরিদর্শন করান আল-হাদমি। মূলত এতেই ক্ষুব্ধ হয় ইসরায়েল। সম্প্রতি ফিলিস্তিনের জেরুজালেম বিষয়ক মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয় তাকে।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড