• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাকিস্তানি বংশোদ্ভূত সাজিদ ব্রিটেনের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী: প্রধানমন্ত্রী থেরেসা মে

  আন্তর্জাতিক ডেস্ক

৩০ এপ্রিল ২০১৮, ১৭:৩১

পাকিস্তানি বংশোদ্ভূত সাজিদ জাভিদ ব্রিটেনের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন বলে ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। এর আগে রবিবার স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে আম্বার রাড সরে দাঁড়ানর পর টুইটারে তিনি এ ঘোষণা দেন। ।

নতুন নিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী জাভিদ বর্তমানের কমিউনিটিজ, লোকাল গভর্নমেন্ট অ্যান্ড হাউজিং মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। এর আগে তিনি ব্যবসা এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। কনজারভেটিভ পার্টির এই নেতা ডয়েচে ব্যাংকেরও সাবেক পরিচালক ছিলেন।

এর আগে সাজিদ ‘উইন্ডরাশ জেনারেশন’ কেলেঙ্কারির ঘটনায় ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী আম্বার রাড পদত্যাগ করেন। তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে, তিনি অবৈধ অভিবাসীদের বৈধতার বিষয়ে সরকারি কমিটিকে ‘অসাবধানতাবশত বিভ্রান্ত’ করেছেন।

জানাযায়, জাভিদের বাবা একজন বাসচালক। জাভিদের পরিবার ১৯৬০-র দশকে পাকিস্তান থেকে যুক্তরাজ্যে পাড়ি জমান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড