• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

জরুরি অবতরণকালে রাশিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ২

  আন্তর্জাতিক ডেস্ক

২৭ জুন ২০১৯, ১৩:৩৩
বিমান বিধ্বস্ত
ছবি : সংগৃহীত

সাইবারিয়ার একটি বিমানবন্দরে জরুরি অবতরণকালে এন্টোনোভ-এ -২৪ যাত্রীবিশিষ্ট একটি বিমান বিধ্বস্ত হয়ে দুইজন নিহত ও সাতজন আহত হয়েছে। দেশটির জরুরি অবস্থা মন্ত্রণালয় জানায়, রাশিয়ান বুরিয়াতিয়া অঞ্চলে বৃহস্পতিবার (২৭ জুন) এই দুর্ঘটনাটি ঘটে।

আঞ্চলিক কর্তৃপক্ষ জানায়, ৫ জন ক্রু সদস্যসহ মোট ৪৮ জনকে বহনকারী বিমানটি অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে একটি ভবনে ধাক্কা দেয়, যাতে বিমানটিতে আগুন লেগে যায়। প্রাদেশিক রাজধানী উলান-উডে থেকে নিঝনেয়াঙ্গারস্কের উদ্দেশে যাওয়ার সময় বিমানটির একটি ইঞ্জিন অকেজো হয়ে যায়, যার ফলে বিমানটি জরুরি অবতরণ করতে বাধ্য হয়।

বিমানটির জানালা থেকে এক যাত্রীর ধারণ করা ভিডিওতে দেখা যায়, বিমানটি অবতরণ করে রানওয়ের মাঠে ঘূর্ণায়মান অবস্থায় ভবনের সঙ্গে ধাক্কা লাগে এবং যাত্রীরা চিৎকার করতে শুরু করে।

আঞ্চলিক কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনায় একজন পাইলট ও প্রযুক্তিবিদ মারা গেছেন। তবে, বিমানটি পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়ার আগেই সব যাত্রী নিরাপদে স্থানান্তরিত হয়েছেন। ফ্লাইটটি রাশিয়ার আঞ্চলিক বিমান সংস্থা আঙ্গারার পরিচালিত।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড