• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

গলির চিপায় পুরি-সমুচা বেচে বছরে আয় কোটি টাকা!

  আন্তর্জাতিক ডেস্ক

২৫ জুন ২০১৯, ১৮:২৯
পুরি বেচে কোটিপতি
ছবি : সংগৃহীত

ভারতের আলিগড়ের ঘিঞ্জি এলাকার তস্যা গলিতে শিঙাড়া, সমুচা ও পুরি (কচুরি) বিক্রি করে আয় করেন বছরে প্রায় কোটি টাকা। আর এমন আয়ের কারণে পুরি বিক্রেতার দিতে হচ্ছে আয়কর। দেশটির বাণিজ্যিক কর দপ্তরের কর্মকর্তাদের মতে পুরির দোকানী মুকেশ কচৌরির বাৎসরিক আয় ভারতীয় মুদ্রায় ৭০ লাখ(১ কোটি টাকা)।

কাকডাকা ভোরেই ঝাঁপ ওঠে, গ্যাস জ্বালানো হয় 'মুকেশ কচৌরি'র ঘুপচি দোকানে, আর ঝাঁপ বন্ধ হয় মধ্যরাতে। গত ১২ বছরে খুব বড় প্রাকৃতিক দুর্যোগ বা সমস্যা ছাড়া মুকেশ কোনো দিনই বন্ধ রাখেননি তার দোকানের ঝাঁপ। কর-কর্মকর্তারা জানাচ্ছেন, গলির এক ধারে বসে এত দিন কচুরির (পুরির) দোকান চালালেও মুকেশ জানতেন না এই ব্যবসার লাভের কড়ি থেকে একটি অংশ কর হিসেবে জমা দিতে হয় সরকারের ঘরে। মুকেশ যেমন তা জানতেন না, তেমন কর-কর্মকর্তারাও জানতেন না শুধু কচুরি আর সমুচা ভেজেই বছরের পর বছর ধরে অন্তত ৬০ থেকে ৭০ লক্ষ টাকা করে ঘরে তুলছেন মুকেশ।

মুকেশের এমন উন্নতি আশপাশে থাকা লোকজনের সহ্য না হলে তাদের একজন সরাসরি অভিযোগ জানান- বাণিজ্যিক আয়কর দপ্তরে। কর-কর্মকর্তাদের বলেন, 'দেখুন তো গিয়ে কত রোজগার মুকেশের। ও কর দেয় আপনাদের'?

এরপরেই কর্মকর্তারা ছদ্মবেশে আশপাশের কয়েকটা দোকানে কয়েক দিন ধরে বসে নজর রাখতে শুরু করেন মুকেশের ছোট্ট দোকানের ওপর। দেখতে থাকেন কখন দোকান খোলে, কখন বন্ধ হয়, সারা দিন ধরে মুকেশের দোকানের সামনে লাইনটা কত বড় থাকে, মুকেশের কেমন বিক্রিবাট্টা হয়। সেই সব দেখে টেখে কর্মকর্তারা হিসাব কষে দেখেন, মুকেশের আয় বছরে ৬০ থেকে ৭০ লক্ষ টাকার কম হতে পারে না।

এরপরই কর্মকর্তারা সরাসরি মুকেশের দোকানে গিয়ে তাকে প্রশ্ন করেন। মুকেশ সরলভাবে বলে দেন, বছরে তার আয় ৬০-৭০ লক্ষ টাকা তো বটেই, কখনো তা ১ কোটি টাকাও হয়ে যায়। মুকেশ স্বীকার করেন এর পরেও জিএসটির করদাতা হিসেবে তিনি নাম নথিভুক্ত করাননি, সেই সব নিয়মকানুন জানতেন না বলে।

মুকেশের কথায়, 'আমরা খুবই ছাপোষা মানুষ। কর-টর দিতে হয় জানতাম না। কেউ আমাকে বলেওনি কোনো দিন।' রাজ্যের গোয়েন্দা দপ্তরের এক কর্মকর্তাও জানিয়েছেন, মুকেশের কিছুই জানা ছিল না। তিনি অকপটে সব স্বীকার করেছেন তাদের কাছে। জানিয়েছেন, কত তেল পোড়ে দিনে, গ্যাসের খরচ কতটা হয়, কচুরি, সমুচা বানানোর কাঁচা মাল কিনতে দিনে তার কত খরচ হয় আর লাভই বা হয় কতটা।

রাজ্য গোয়েন্দা দপ্তরের ডেপুটি কমিশনার আর পি ডি কৌন্তেয় বলেছেন, 'ওকে সব কিছু বুঝিয়ে বলা হয়েছে। নোটিশ দেয়া হয়েছে। বলা হয়েছে এ বার নাম নথিভুক্ত করাতে হবে জিএসটি করদাতাদের তালিকায়। উনি রাজিও হয়েছেন সঙ্গে সঙ্গেই। এও বলা হয়েছে, এবার থেকে বাণিজ্যিক করও দিতে হবে ওকে। আর বকেয়া হিসাবে গত এক বছরের কর দিতে হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড