• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

মানিব্যাগ চুরির অভিযোগে বরখাস্ত ভারতীয় পাইলট

  আন্তর্জাতিক ডেস্ক

২৪ জুন ২০১৯, ১২:০২
বরখাস্ত ভারতীয় পাইলট
চুরির অভিযোগ বরখাস্ত ভারতীয় পাইলট রোহিত ভাসিন। (ছবিসূত্র : টুরবো নিউজ)

অস্ট্রেলিয়ার এক দোকান থেকে মানিব্যাগ চুরির অভিযোগে এবার বরখাস্ত হলেন ভারতীয় এক পাইলট। কর্তৃপক্ষের দাবি, রোহিত ভাসিন নামে ঐ ব্যক্তি এতদিন এয়ার ইন্ডিয়ার আঞ্চলিক অধিকর্তা হিসেবে কর্মরত ছিলেন। গত শনিবার (২২ জুন) সিডনি বিমানবন্দরের একটি করমুক্ত দোকান থেকে তার বিরুদ্ধে মানিব্যাগ চুরির অভিযোগ তোলেন অস্ট্রেলিয়ার আঞ্চলিক ম্যানেজার। মূলত এর পরই অভিযুক্ত পাইলটকে বরখাস্তের মাধ্যমে তদন্ত কাজ শুরু করে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।

ভারতীয় বিমান প্রতিষ্ঠান এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র বলেন, 'আঞ্চলিক অধিকর্তা হিসেবে দায়িত্বরত রোহিত ভাসিন নামে সেই পাইলট গত ২২ জুন সিডনি থেকে দিল্লিগামী এআই-৩০১ ফ্লাইটের দায়িত্বে ছিলেন। বিমানটি অস্ট্রেলিয়ার স্থানীয় সময় সকাল ১০টা ৪৫ মিনিটে সিডনি বিমানবন্দর ছেড়ে আসলেও এর আগে তিনি বিমানবন্দরের করমুক্ত দোকান থেকে না বলে একটি মানিব্যাগ তুলে নেন। মূলত সেই অভিযোগের ভিত্তিতে রোহিত ভাসিনকে সাময়িকভাবে বরখাস্তের মাধ্যমে তদন্ত কাজ শুরু হয়।'

এয়ার ইন্ডিয়ার এ কর্মকর্তা এও বলেছেন, 'আমাদের বিমান সংস্থা কর্মীদের সঠিক আচরণের দিকে সব সময় কঠোর নজরদারি করে। তারা এই বিষয়টিতে সর্বোচ্চ অগ্রাধিকারও দেয়। যদি কেউ কোনো যাত্রী কিংবা অন্যদের সঙ্গে বিরূপ আচরণ করেন; তাহলে তার বিরুদ্ধে জিরো টলারেন্স পলিসি অনুসরণ করা হয়।'

আরও পড়ুন :- পাকিস্তানের সামরিক হাসপাতালে বিস্ফোরণ

তিনি আরও বলেছিলেন, 'অভিযুক্ত পাইলট দিল্লি বিমানবন্দরে ফেরার পরপরই তার কাছে বরখাস্তের চিঠি পাঠানো হয়। এমনকি জমা নেওয়া হয়েছে তার আই কার্ডও। পাশাপাশি এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কোথাও না যাওয়ার নির্দেশও দিয়েছেন এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।'

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড