• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

হুথি বিদ্রোহীদের হামলায় ৮ সৌদি সেনা নিহত

  আন্তর্জাতিক ডেস্ক

২৩ জুন ২০১৯, ২১:০১
হুথি
হুথি বিদ্রোহীরা ; (ছবি : সংগৃহীত)

সৌদি আরবের দক্ষিণাঞ্চলে হুথি বিদ্রোহীদের হামলায় আট সৌদি সেনা সদস্য নিহত হয়েছে। রবিবার (২৩ জুন) এক সংবাদ বিবৃতিতে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের পক্ষ থেকে এমন তথ্য প্রকাশ করা হয়েছে। 'মিডল ইস্ট মনিটর'

হুথি বিদ্রোহীদের হামলায় দক্ষিণাঞ্চলীয় নাজরান প্রদেশে বেশ কয়েকজন ইয়েমেনি ও সুদানিজ সেনা সদস্য আহত হয়েছে। এক সামরিক কর্মকর্তার বরাত দিয়ে হুথিদের দ্বারা পরিচালিত 'সাবা নিউজ এজেন্সি' এই তথ্য প্রকাশ করেছে। ওই সামরিক কর্মকর্তার দেওয়া তথ্য মনে, ইয়েমেনের উত্তরপশ্চিমাঞ্চলীয় হাজ্জাহ প্রদেশে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে সৌদি আরবের একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

তবে হুথি বিদ্রোহীদের করা এমন দাবি নিয়ে এখনও কোনো মন্তব্য করে নি ইয়েমেন বা সৌদি কর্তৃপক্ষ।

২০১৪ সালে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হলে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা সহ দেশের অধিকাংশ স্থান দখল করে নেয়। হুথিদের দমন করতে ২০১৫ সালে সৌদি আরব এবং সমর্থিত অক্ষ শক্তি হুথিদের ওপর হামলা চালায়। চলমান এই হামলার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির মধ্যে পড়েছে ইয়েমেন। জাতিসংঘের দেওয়া ভাষ্য মতে, আধুনিক সময়ের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকট চলছে ইয়েমেনে।

ওডি/কেএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড