• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

আইওয়ার তথ্যপ্রযুক্তি কর্মী

স্ত্রী-সন্তানদের হত্যা করে আত্মঘাতী হলেন মার্কিন ভারতীয় প্রবাসী

  আন্তর্জাতিক ডেস্ক

১৯ জুন ২০১৯, ১৪:৪৫
মার্কিন প্রবাসী ভারতীয়র আত্মহত্যা
স্ত্রী, দুই সন্তান ও আত্মঘাতী চন্দ্রশেখরের মৃতদেহ আইওয়ার এই বাড়িতেই পাওয়া যায়। ছবি : সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবাসী ৪৪ বছর বয়সী এক ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মী নিজের স্ত্রী ও দুই ছেলেকে খুন করে নিজে আত্মহত্যা করেছেন। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের আইওয়াতে। রবিবার (১৬ জুন) ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরে এই সিদ্ধান্তে এসেছে বলে এই ঘটনার তদন্তকারী ওয়েস্ট ডেস ময়নেস পুলিশ বিভাগ জানায়।

শনিবার সকালে চন্দ্রশেখর সুনকারা, লাবণ্য সুনকারা (৪১) ও তাদের দুই ছেলে যাদের বয়স ১৫ বছর ও ১০ বছর— সকলের দেহ পাওয়া গিয়েছে গুলিবিদ্ধ অবস্থায়। পুলিশ জানাচ্ছে, ওই বাড়িতে আরও চারজন আত্মীয় অতিথি হিসেবে থাকেন। তাদের মধ্যে দুজন প্রাপ্তবয়স্ক ও দুজন শিশু। চন্দ্রশেখর ও বাকিদের দেহগুলো আবিষ্কারের পরে ওই আত্মীয়দের একজন ছুটে বাইরে বেরিয়ে যান। তিনি একজন পথচারীকে বিষয়টি সম্পর্কে জানান। ওই ব্যক্তি ৯১১তে ফোন করেন।

মার্কিন পুলিশ বিবৃতিতে জানিয়েছে, 'মৃতদেহ দেখে বোঝা গিয়েছে, লাবণ্য সুনকারা ও তার দুই ছেলেকে খুন করা হয়েছে। চন্দ্রশেখর সুনকারার মৃত্যুর ভঙ্গি থেকে পরিষ্কার যে তিনি আত্মহত্যা করেছেন।'

পুলিশ আরও জানায় যে, 'প্রাদেশিক মেডিকেল কর্মকর্তারা নিশ্চিত করে বলেছে যে, ওই পরিবারের চারজনেরই মৃত্যু হয়েছে গুলিবিদ্ধ হয়ে। কর্মকর্তারা পরিবারের বাকিদের কাছ থেকে তথ্য সংগ্রহের চেষ্টা করছেন। গোয়েন্দারা প্রমাণ খুঁজছেন ও জিজ্ঞাসাবাদ করছেন।'

চন্দ্রশেখর, যিনি চন্দ্র নামেই বেশি পরিচিত ছিলেন, তার বাড়ি ভারতের অন্ধ্রপ্রদেশে। আইওয়ার জন নিরাপত্তা বিভাগ (ডিপিএস) জানাচ্ছে তিনি টেকনোলজি সার্ভিসেস ব্যুরোতে একজন তথ্যপ্রযুক্তির কর্মী ছিলেন। ডিপিএস এক বিবৃতিতে জানিয়েছে, 'আমাদের হৃদয় ও প্রার্থনা সুনকারাদের পরিবার ও বন্ধুদের সঙ্গে রয়েছে।'

ওয়েস্ট ডেস ময়নেস পুলিশ বিভাগের কর্মকর্তারা শনিবার সকালে ৬৫ নম্বর স্ট্রিট এর ৯০০ ব্লকে পৌঁছান। সেখানেই তারা দেহগুলো উদ্ধার করেন। ওই বিভাগের সার্জেন্ট ড্যান ওয়েড এক বিবৃতিতে বলেন, 'এই মর্মান্তিক ঘটনায় পরিবার, বন্ধু, সহকর্মী যারাই এই পরিবারকে জানতেন, তাদের মধ্যে প্রভাব পড়বে।'

তিনি আরও বলেন, 'আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি। প্রমাণ খুঁজে যতটা বোঝা যায় সেভাবে আমরা অনেক প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছি। আমরা আত্মবিশ্বাসী, ওই সম্প্রদায়ের ওপরে কোনো বিপদের ঝুঁকি নেই'। আইওয়া ডিভিশন অফ ক্রিমিনাল ইনভেস্টিগেশন তদন্তে সহায়তা করছে।

সুনকারাদের বহু দিন ধরে চেনেন শ্রীকার সোমায়াজুলা। তিনি জানাচ্ছেন, 'ভারতীয় পরিবারে আপনি এমন ঘটনা দেখতে পাবেন না। এমন জঘন্য ঘটনা বড় একটা ঘটেও না। ওই পরিবারটি খুবই বন্ধুত্বপূর্ণ ছিল, তাই এটা সত্যিই যন্ত্রণাদায়ক। উত্তরের থেকে আমাদের প্রশ্ন বেশি এই মুহূর্তে। কেন এমন ঘটল? এবং আমরা সম্ভবত কখনো জানতে পারব না কেন এমন ঘটেছিল।'

ওডি/এসএমএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড