• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

জাপানে ৬.৪ মাত্রার ভূমিকম্প, সুনামির সম্ভাবনা

  আন্তর্জাতিক ডেস্ক

১৮ জুন ২০১৯, ২২:০১
জাপান
জাপানে ভূমিকম্প; (ছবি : সংগৃহীত)

জাপানের রাজধানী টোকিও শহর থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে অবস্থিত হনসু দ্বীপে ৬.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (১৮ জুন) স্থানীয় সময় সকাল ৯ টা ২০ মিনিটে কম্পিত হয় জাপানের ইয়ামাগাতা প্রদেশ এবং শক্ত আঘাত হানে নিগতা প্রিফেকচারে। এর 'আফটার শক' হিসেবে সুনামি হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএস। 'দ্য ওয়েদার চ্যানেল'

প্রাথমিক তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পে তিনজন আহত হয়েছে এবং রাস্তাঘাট বন্দসহ প্রায় ৯০০০ ঘরবাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। যমগতা, নিগতা এবং ইশিকাওয়া প্রদেশের উপকূলীয় এলাকায় সুনামির সম্ভাবনা রয়েছে। এসব উপকূলীয় অঞ্চল থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও আউয়াশিমা দ্বীপে হালকা সুনামির খবর পাওয়া গেছে।

জাপান মন্ত্রিসভার চিফ সেক্রেটারি ইয়োশিহিদি সুগা এক সংবাদ বিবৃতিতে জানিয়েছেন, এই ভূমিকম্পের ফলে জাপানের কোনো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ক্ষতিগ্রস্ত হয়নি।

ওডি/কেএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড