• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

তুরস্ক অভ্যুত্থানে সংশ্লিষ্ট ১৫৪ জনকে গ্রেফতারের নির্দেশ

  আন্তর্জাতিক ডেস্ক

১৮ জুন ২০১৯, ১৫:৩৩
তুরস্ক অভ্যুত্থান
অভ্যুত্থানে সংশ্লিষ্টদের গ্রেফতার করা হচ্ছে ; (ছবি : সংগৃহীত)

অভ্যুত্থানের সাথে সংশ্লিষ্ট থাকার অভিযোগে সামরিক সদস্যসহ সন্দেহভাজন ১৫৪ জনকে গ্রেফতার করার জন্য নির্দেশ দিয়েছে দেশটির স্বচ্ছ আদালত। ২০১৬ সালে তুরস্কে সংগঠিত ওই সামরিক অভ্যুত্থানে কমপক্ষে ২৯০ জন নিহত এবং ১,৪৪০ জনের বেশি আহত হয়। তুর্কি শান্তি পরিষদ নামক সংগঠন এই অভ্যুত্থানের জন্য দায়ী। 'সিন-হুয়া'

প্রধান পাবলিক প্রসিকিউটর অফিসের নির্দেশনা মোতাবেক ৯১ জন সামরিক সদস্যকে গ্রেফতার করার জন্য তুরস্কের ৩০টি প্রদেশে ধারাবাহিক অভিযান চালিয়েছে তুরস্ক পুলিশ। এছাড়াও সামরিক অভ্যুত্থানে সাহায্য করার অভিযোগে সন্দেহভাজন ৬৩ জনকে গ্রেফতার করতে কোনিয়া প্রদেশে ভিন্ন ভিন্ন অভিযান পরিচালনা করেছে দেশটির পুলিশ।

মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত তুর্কি উপাচার্য ফেলহুল্লাহ গুলেনের নেতৃত্বে পে-ফোনের মাধ্যমে যোগাযোগ করে এই অভ্যুত্থান ঘটানো হয়েছিল। তুরস্ক সরকারের পক্ষ থেকে, গুলেন এবং তার নেটওয়ার্ককে এই অভ্যুত্থানের 'মাস্টার-মাইন্ড' হিসেবে ঘোষণা করা হয়েছে।

ওডি/কেএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড