• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভেনেজুয়েলায় বাস দুর্ঘটনায় ১৮ যাত্রীর মৃত্যু

  আন্তর্জাতিক ডেস্ক

১৭ জুন ২০১৯, ১৩:৫৫
ভেনেজুয়েলায় বাস দুর্ঘটনা
ভেনেজুয়েলায় যাত্রীবাহী বাস দুর্ঘটনায় হতাহতদের উদ্ধার করছেন কর্মীরা।। (ছবিসূত্র : দ্য ডেইলি নিউজ)

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার পশ্চিমাঞ্চলীয় কলম্বিয়া সীমান্তবর্তী জুলিয়া রাজ্যে যাত্রীবাহী একটি বাস চাকা ফেটে দুর্ঘটনার কবলে পড়েছে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ১৮ যাত্রী নিহত এবং কমপক্ষে ২৯ জন আহত হন।

পুলিশ সূত্রের বরাতে বার্তা সংস্থা ‘এএফপি’ জানায়, রবিবার (১৬ জুন) স্থানীয় সময় রাতে দুর্ঘটনার সময় বাসটিতে ৫৮ জন যাত্রী ছিলেন। এতে ঘটনাস্থলেই ১৪ যাত্রী প্রাণ হারান। পরে আহত ৩৩ জনকে উদ্ধার করে ভিলা ডেল রোজারিওর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও চার জনের মৃত্যু হয়।

প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানায়, অতিরিক্ত গতিতে চলার কারণে বাসটির চাকা ফেটে এ দুর্ঘটনাটি ঘটে।

আরও পড়ুন :- যুক্তরাষ্ট্রে শিশুসহ এক পরিবারের ৪ জনকে খুন

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, বিশ্বের অন্যতম দুর্ঘটনা প্রবণ সড়কের দেশ এই ভেনেজুয়েলা। লাতিন আমেরিকার এই দেশটিতে ২০১৬ সালে প্রায় ১০ হাজার ছয় শতাধিক লোক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। মূলত যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে দেশটির সড়ক ব্যবস্থা বেহাল থাকায় এখানকার বিভিন্ন সড়কে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড