• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

লিবিয়ায় বিমান হামলা, নারী-শিশুসহ ৯ বেসামরিক নিহত

  আন্তর্জাতিক ডেস্ক

১৬ জুন ২০১৯, ১৯:২৭
লিবিয়া
ছবি : দা আটলান্টিক

লিবিয়ায় পূর্বাঞ্চল ভিত্তিক সেনাবাহিনীর বিমান বাহিনী রাজধানী ত্রিপোলির পূর্ব অংশে প্রতিদ্বন্দ্বী জাতিসংঘ সমর্থিত সরকারের একটি সামরিক দোকানকে লক্ষ্য করে হামলা চালালে ৯ জন নিহত হয়। শনিবারের (১৫ জুন) এই বিমান হামলায় কাছাকাছি থাকা একটি হাসপাতালও ক্ষতিগ্রস্ত হয়।

লিবিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ফাওজি ওয়ানিস বলেন, নিহত নয়জন মানুষ বেসামরিক নাগরিক, যার মধ্যে দুইজন মহিলা ও একটি শিশু রয়েছে।

সেনাবাহিনী জানায় যে, তাদের বিমান বাহিনী ‘সামরিক বাহিনী (সরকারী বাহিনী) -এর সবচেয়ে বড় গোলাবারুদের দোকানে সঠিক এবং যথাযথ লক্ষ্যবস্তু ছিল।’

খলিফা হাফারের নেতৃত্বাধীন সেনাবাহিনী এপ্রিলের প্রথম দিকে ত্রিপোলি দখলে সামরিক বাহিনীকে নেতৃত্ব দিচ্ছে, যেখানে জাতিসংঘ সমর্থিত সরকার অবস্থিত। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (ডাব্লিউএইচও) অনুসারে, যুদ্ধে এখন পর্যন্ত ৬৫৩ জন নিহত এবং ৩ হাজার ৫৪৭ জন আহত হয়েছে।

আরব বসন্ত শুরু হবার পর ২০১১ সালে লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকেই দেশটি বিশৃঙ্খলার মধ্যে দিয়ে যাচ্ছে। দেশটির জনগণ এখন এক পরিবর্তনশীল সময়ের মধ্য দিয়ে সংগ্রাম করে চলছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড