• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফেরদৌসের ভিসা বাতিল ইস্যুতে মুখ খুললেন মমতা

  আন্তর্জাতিক ডেস্ক

১৬ জুন ২০১৯, ১৮:৪৪
ফেরদৌস মমতা
মমতা বন্দ্যোপাধ্যায় ও ফেরদৌস; (ছবি : সংগৃহীত)

ভারতে লোকসভা নির্বাচন চলাকালীন ১৪ ও ১৫ এপ্রিল তৃণমূলের প্রার্থী কানহাইয়ালাল আগারওয়ালের হয়ে স্থানীয় চলচ্চিত্রশিল্পীদের সঙ্গে ভোটের প্রচারে গিয়েছিলেন ফেরদৌস। তার সাথে ওই প্রচারে গিয়েছিলেন টালিগঞ্জের আরও দুই শিল্পী অঙ্কুশ এবং পায়েল।

এই ছবি ভাইরাল হয়ে গেলে বিজেপির পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশের অভিনেতা পর্যটক ভিসা নিয়ে এসে এভাবে ভোটের প্রচার করতে পারেন না। এতে যেমন নির্বাচনি বিধি ভঙ্গ হয়েছে, তেমনি ভিসার শর্তও লঙ্ঘন হয়েছে। ফলে ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ফেরদৌসকে 'কালো তালিকাভুক্ত' করে ভারত ছাড়ার নির্দেশ দেয়।

এই ঘটনার পর ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়ে দুঃখ প্রকাশ করে বিবৃতিও দিয়েছিলেন ফেরদৌস। ওই ঘটনার প্রায় দুই মাস পরে এ বিষয় নিয়ে কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতার প্রশাসনিক ভবন নবান্নে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মমতা কারও নাম উল্লেখ না করে বলেন, ভোটের সময় বাংলাদেশ থেকে আমাদের একজন বন্ধু এসেছিলেন। তৃণমূলের মিছিল দেখে তিনি রাস্তায় দাঁড়িয়ে পড়েছিলেন। ব্যাস, অমনি তার ভিসা ক্যানসেল করে দেয়া হলো। এটা কেমন কথা? তার ভিসা বাতিলের কোনো যুক্তি নেই।

ওডি/কেএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড