• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

দাবদাহে পুড়ছে বিহার : 'হিটস্ট্রোকে' ৪৪ জনের মৃত্যু

  আন্তর্জাতিক ডেস্ক

১৬ জুন ২০১৯, ১৬:০৪
হিটস্ট্রোকে আক্রান্ত শিশু
বিহারের হাসপাতালে ভর্তি হিটস্ট্রোকে আক্রান্ত শিশু। (ছবিসূত্র : ইন্ডিয়া টুডে)

তীব্র দাবদাহের পুড়ছে ভারতের উত্তরাঞ্চল। যার মধ্যে উত্তর-পূর্বাঞ্চলীয় বিহার রাজ্যে গরমের মাত্রা একেবারে চরম আকার ধারণ করেছে। রাজ্যটিতে গত তিন দিনে 'হিটস্ট্রোকে' আক্রান্ত হয়ে অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের।

এবার অতিরিক্ত তাপ প্রবাহের ফলে সবচেয়ে বেশি খারাপ অবস্থাতে রয়েছেন বিহারের ঔরাঙ্গবাদ, গয়া, পাটনা এবং নওদা জেলার মানুষ। এর মধ্যে কেবল গয়াতেই এখন পর্যন্ত মারা গেছেন ১৩ জন। যে কারণে পরিস্থিতি মোকাবিলায় জেলার বাসিন্দাদের প্রয়োজন ছাড়া খুব বেশি রোদে না বেরোনোর জন্য পরামর্শ দিয়েছেন জেলা প্রশাসক অভিষেক সিং।

এ দিকে দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গয়া জেলার তাপমাত্রা এরই মধ্যে ৪৫ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে। যার মধ্যে ভাগলপুরের তাপমাত্রা প্রায় ৪১ ডিগ্রির আশপাশে। যদিও তুলনামূলক কম তাপমাত্রায় রয়েছে পূর্ণিয়া জেলা, সেখানেও সর্বনিম্ন তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি।

এবারের তাপ প্রবাহের জেরে নওদা জেলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১২ জনের মতো। তাছাড়া 'হিটস্ট্রোকে' আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন অসংখ্য লোক। অঞ্চলটির পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসক কুশল কুমার এরই মধ্যে বেশ কয়েক দফায় আবহাওয়া কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন। তাছাড়া অতিরিক্ত গরম মোকাবিলায় বিহারের প্রতিটি জেলা প্রশাসকদের পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি।

অপর দিকে বেশ সঙ্কটজনক অবস্থাতে রয়েছে রাজ্যের ঔরাঙ্গবাদ জেলার লোকজন। যেখানে গত দুইদিনে প্রাণ হারিয়েছেন অন্তত ২৫ জন। তীব্র গরমের দাপটে বিহারের বিভিন্ন জেলায় প্রায় প্রতিদিনই 'হিটস্ট্রোকে' আক্রান্ত হয়ে প্রাণ হারাচ্ছে অসংখ্য লোক।

আরও পড়ুন :- 'ব্যাপারটা এত দূর গড়াবে বুঝিনি, দয়া করে সব ঠিক করুন'

দাবদাহের কারণে প্রাণ হারানো লোকজনের পরিবার প্রতি চার লাখ রুপি করে অর্থসাহায্য প্রদানের জন্য এরই মধ্যে প্রতিশ্রুতি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। তাছাড়া প্রচণ্ড গরমের কারণে বিহারের সকল সরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে আগামী ১৯ জুন পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড