• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

কেনিয়ায় বোমা বিস্ফোরণে ১২ পুলিশ কর্মকর্তা নিহত

  আন্তর্জাতিক ডেস্ক

১৫ জুন ২০১৯, ২১:১১
কেনিয়া
কেনিয়া পুলিশ; (ছবি : সংগৃহীত)

কেনিয়া ও সোমালিয়ার সীমান্তবর্তী ওয়াজির অঞ্চলে 'ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস' (আইইডি) বিস্ফোরণে ১২ জন কেনিয়ান পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে এবং ১ জন গুরুতর আহত হয়েছে। শনিবার (১৫ জুন) সকালে ওয়াজির অঞ্চলের রাবা ও কোন্টন গ্রামের মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। 'সিনহুয়া'

নাম না প্রকাশের শর্তে ওয়াজির অঞ্চলের এক উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা বলেন, পাশের দেশ সোমালিয়া থেকে সীমান্ত অতিক্রম করে আসা আল-শাবাব জঙ্গি গোষ্ঠি এই বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে। ১৩ জনের একটি পুলিশি টিমকে লক্ষ্য করে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে ১২ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে।

তিনি আরও বলেন, কেনিয়া ও সোমালিয়ার সীমান্তবর্তী অঞ্চলে এই ঘটনার দুই দিন আগে হামলা চালায় জঙ্গি বাহিনী এবং তিন পুলিশ সদস্যকে অপহরণ করে নিয়ে যায়। নিহত ১২ জন পুলিশের টিমটি এই ঘটনার প্রেক্ষিতে ওই অঞ্চলের নিরাপত্তা কার্যক্রম জোরদার করতে গিয়েছিল।

আল-কায়দা সমর্থিত আল-শাবাব জঙ্গি সংগঠনটি এই হামলার দায় স্বীকার করেছে এবং তাদের দেওয়া বিবৃতিতে বলা হয়, আল-শাবাব ওয়াজির অঞ্চলের কোন্টন গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে।

ওডি/কেএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড