• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইরানের বিরুদ্ধে মার্কিন অভিযোগ প্রত্যাখ্যান করলেন তেল ট্যাঙ্কারের মালিক

  আন্তর্জাতিক ডেস্ক

১৫ জুন ২০১৯, ১১:৪৫
হামলার শিকার তেল ট্যাঙ্কারের মালিক
হামলার শিকার তেল ট্যাঙ্কারের মালিক ইউতাকা কাতাদা। (ছবিসূত্র : আরটি)

ওমান উপসাগরে জাপান ও নরওয়ের দুটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার ঘটনায় এরই মধ্যে ইরানকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র। তবে তেহরান তা অস্বীকার করলেও দাবি থেকে সরতে নারাজ ট্রাম্প প্রশাসন। তবে যুক্তরাষ্ট্রের এই দাবিকে এবার উড়িয়ে দিলেন তেল ট্যাঙ্কারের মালিক নিজেই।

কর্তৃপক্ষের বরাতে ‘পার্সটুডে’ এক প্রতিবেদনে জানায়, তেল ট্যাঙ্কারে চালানো হামলার সঙ্গে ইরানের সংশ্লিষ্টতার বিষয়ে যুক্তরাষ্ট্র যে অভিযোগ করছে; তা পুরোপুরি নাকচ করে দিয়েছেন হামলার শিকার জাপানি তেল ট্যাঙ্কারের মালিক ইউতাকা কাতাদা।

শুক্রবার (১৪ জুন) রাজধানী টোকিওতে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘কোকুকা সাঙ্গিও’ কোম্পানির প্রেসিডেন্ট কাতাদা বলেন, ‘জাহাজের পাশে লাগানো টাইম বোমা কিংবা মাইনের মাধ্যমে এই হামলাটি চালানো হয়নি। মূলত আকাশ থেকে ছুটে আসা কোনো ক্ষেপণাস্ত্র জাহাজটিতে আঘাত হেনেছে।’

হামলার শিকার ট্যাঙ্কারের ছবি দেখিয়ে জাপানি মালিক এও বলেছেন, ‘জাহাজটির অনেক উপরের দিকে হামলাটি চালানো হয়। কাজেই গানবোট থেকে পাতানো মাইন কিংবা টর্পেডোর মাধ্যমে কখনই এই হামলাটি হতে পারে না।’

‘কোকুকা সাঙ্গিও’ কোম্পানির এই প্রেসিডেন্ট আরও বলেছিলেন, ‘জাহাজের নাবিকদের সঙ্গে কথা বলে আমি জানতে পেরেছি যে; আকাশ থেকে কোনো কিছু ট্যাঙ্কারটিতে প্রথমবার আঘাত হানার পর সেখানকার কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান এবং তাদের উপস্থিতিতেই আকাশ থেকে দ্বিতীয়বার জাহাজে হামলা চালানো হয়।’

এ দিকে বিশ্লেষকদের দাবি, মাঝ সমুদ্রে হামলার শিকার তেলবাহী ট্যাঙ্কারের মালিক এমন সময় গণমাধ্যমে এ বক্তব্য দিলেন; যখন সেই হামলার জন্য ইরানকে পুরোপুরি দায়ী করে যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে বিভিন্ন তথ্য প্রমাণ উত্থাপন করছে।

আরও পড়ুন :- বাংলাদেশসহ তিন দেশে অর্থায়ন করছেন ট্রাম্প

অপর দিকে ওয়াশিংটন এরই মধ্যে একটি ভিডিও প্রকাশ করেছে। যেখানে দাবি করা হয়, ইরানি নৌসেনারা হামলার শিকার তেল ট্যাঙ্কার থেকে একটি অবিস্ফোরিত মাইন সরিয়ে নিয়েছে। ট্রাম্প প্রশাসন এও দাবি করেছে, মূলত গানবোট থেকে জাহাজের গায়ে লাগিয়ে দেওয়া মাইনের মাধ্যমে এই হামলাটি চালানো হয়।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড