• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

'জয় শ্রী রাম'- বললে মিষ্টিমুখ করাবে তৃণমূল কংগ্রেস

  আন্তর্জাতিক ডেস্ক

১২ জুন ২০১৯, ২০:৪৯
চব্বিশ পরগনা
'জয় শ্রী রাম'-এর পাল্টা উত্তরে করানো হবে মিষ্টিমুখ; (ছবি : সংগৃহীত)

'জয় শ্রী রাম'-এর পাল্টা উত্তরে করানো হবে মিষ্টিমুখ। কেউ 'জয় শ্রী রাম' বললেই তৄণমুল যুব কংগ্রেসের কর্মীরা এবার মিষ্টি খাওয়াবেন ৷ এমনই সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা যুব তৃণমূল কংগ্রেস কমিটি। 'জি নিউজ'

বুধবার (১২ জুন) দক্ষিণ চব্বিশ পরগনা জেলা যুব তৃণমুল কংগ্রেসের কমিটি ভেঙে দেওয়া হয়। তবে চলতি মাসের মধ্যেই তৈরি হবে নতুন জেলা কমিটি। এমনটাই জানিয়েছেন জেলার সভাপতি শওকত মোল্লা ৷ তিনি বলেন, নতুন কমিটি গঠনের পরই জেলার ৩১০টি গ্রাম পঞ্চায়েত, ২৯টি ব্লক ও ৩১টি বিধানসভায় আন্দোলনে নামবেন তারা। শুরু হবে জনসংযোগ বাড়ানোর কাজ।

শওকত মোল্লা জানিয়েছেন, বাড়ি বাড়ি যাবেন যুব তৃণমূলের সদস্যরা। সাম্প্রদায়িক শক্তিকে আটকাতে যুব কর্মীরা সর্বশক্তি দিয়ে চেষ্টা করবেন ৷ তৃণমূলের কর্মীদের দলবদল নিয়ে তার দাবি, যারা অন্যদল থেকে এসেছিলেন, তারাই চলে যাচ্ছেন ৷ এতে দলের কোনও ক্ষতি হবে না৷ শুভ্রাংশু রায়ের মত, এই জেলাতেও দলে কিছু 'গদ্দার' আছে বলে মন্তব্য করেন তিনি।

ওডি/কেএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড