• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

জঙ্গি হামলায় ফের উত্তপ্ত কাশ্মীর, নিহত ৩ সেনা, গুলি চলছে

  আন্তর্জাতিক ডেস্ক

১২ জুন ২০১৯, ১৯:০৫
কাশ্মীর
ছবি : সংগৃহীত

ভারত শাসিত জম্মু-কাশ্মীরের অনন্তনাগে দেশটির কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনীর (সিআরপিএফ) প্যাট্রোল দলের টহলকালে জঙ্গি হামলায় ৩ জওয়ান নিহত হয়েছে। গোলাগুলিতে গুরুতর আহত হয়েছে আরও পাঁচজন, যাদের মধ্যে একজন পুলিশ ইন্সপেক্টর ও একজন বেসামরিক নাগরিক রয়েছে।

দেশটির সেনা সূত্রে জানানো হয়েছে, বুধবার (১২ জুন) দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে ব্যস্ত কেপি চকের কাছে বাসস্ট্যান্ডে টহল দিচ্ছিল সিআরপি জওয়ানরা। সেই সময় মোটরসাইকেলে চড়ে সেখানে হাজির হয় দুজন জঙ্গি। কালো কাপড়ে মুখ ঢাকা ছিল তাদের। জওয়ানদের লক্ষ্য করে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র থেকে এলোপাতাড়ি গুলি ছুঁড়তে শুরু করে তারা। ছোঁড়া হয় গ্রেনেডও। জওয়ানরা পাল্টা গুলি চালালে এক হামলাকারী নিহত হয়।

অনন্তনাগের থানার দায়িত্বরত পুলিশ কর্মকর্তা আরশাদ আহমেদ হামলায় আহত হয়। চিকিৎসার জন্য পুলিশ ইন্সপেক্টরসহ আহতদের শ্রীনগর নিয়ে যাওয়া হয়েছে। এখনও গুলি বিনিময় চলছে সেখানে। চলতি বছর ফেব্রুয়ারি মাসে সিআরপিএফ দলের গাড়ি বহরে ভয়ঙ্কর আত্মঘাতী বোমা হামলায় ৪০ জওয়ান নিহত হয়েছিল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড