• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইরানের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

  শিক্ষা ডেস্ক

০৮ জুন ২০১৯, ২৩:০২
ইরানের শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী মোহাম্মদ বাথহায়ী (ছবি : সংগৃহীত)

মতপার্থক্যের কারণে ইরানের শিক্ষা ও সংস্কৃতিমন্ত্রী মোহাম্মদ বাথহায়ী পদত্যাগ করেছেন। ২০২০ সালের সংসদ নির্বাচনের প্রস্তুতির জন্য ব্যক্তিগত কারণ দেখিয়ে শিক্ষামন্ত্রী পদত্যাগের আবেদন করেছেন বলে দেশটির সরকার সূত্রে জানা গেছে।

তবে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়, শিক্ষকদের বেতনবৃদ্ধিসহ বিভিন্ন কারণে সরকারের সঙ্গে মত পার্থক্যের কারণেই বাথহায়ী পদত্যাগ করেছেন।

এছাড়াও শিক্ষামন্ত্রীর বিভিন্ন কর্মকাণ্ডে প্রেসিডেন্ট হাসান রুহানি নাখোশ ছিলেন বলে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছে বলেও জানা গেছে।

উল্লেখ্য,গত দুই বছর যাবত ইরানের সরকারি শিক্ষকরা নিম্ন বেতনের প্রতিবাদে দেশব্যাপী ধর্মঘটসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। গত এপ্রিল থেকে দেশটির কয়েকজন আইন প্রণেতা শিক্ষামন্ত্রী বাথহায়ীর পদক্ষেপ সম্পর্কে সমালোচনা করছেন।

এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার প্রেসিডেন্ট হাসান রুহানি শিক্ষামন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করে তার পদত্যাগে অনুমতি দেন।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড