• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘মৃত শিশু’দের পাঠানো চিঠি, নিউজিল্যান্ড জুড়ে রহস্য

  আন্তর্জাতিক ডেস্ক

০৮ জুন ২০১৯, ১১:২২
চিঠি
মৃত শিশুর পক্ষ থেকে পাওয়া একটি চিঠি; (ছবি- সংগৃহীত)

প্রিয় মানুষকে চিঠি পাঠানোর প্রচলন বেশ পুরোনো। কিন্তু মৃত মানুষ কি কখনো চিঠি পাঠাতে পারে? নিউজিল্যান্ডের কয়েকটি অঞ্চলে সম্প্রতি এমন ঘটনাই ঘটেছে। ‘মৃত শিশু’দের পাঠানো চিঠিকে ঘিরে দেশটিতে সৃষ্টি হয়েছে রহস্য।

দাবি করা হচ্ছে সমবেদনামূলক বার্তাসম্বলিত ওইসব চিঠির মাধ্যমে মৃত শিশুরা তাদের স্বজনদের কাছে বার্তা পাঠাচ্ছে। আর এসব চিঠি পাঠাচ্ছেন ফেরেশতাদের মাধ্যমে। তবে নিউজিল্যান্ডের স্থানীয় সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, যারা এসব চিঠি পেয়েছেন তাদের কেউই সম্প্রতি তাদের কোনো শিশুকে হারাননি।

নিউজিল্যান্ড হেরাল্ড এর প্রতিবেদনে বলা হয়েছে, এসব চিঠি পাঠানো হয় উত্তর ও দক্ষিণ অকল্যান্ড, উত্তর উপকূল ও এলারসি এলাকায়। পুলিশ জানিয়েছে, তারা হাতে লেখা ওইসব রহস্যজনক কার্ডের ব্যাপারে অবগত রয়েছেন। এ বিষয়ে বর্তমানে তদন্ত চলছে।

কেউ কেউ সেই রহস্যজনক চিঠির ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোডও করেছেন। কেউবা দিচ্ছেন চিঠির বিবরন। এমন একটি ফেসবুক পোস্টে বলা হয়েছে, ‘আমার কাছে আসা বার্তায় লেখা হয়েছে, ফেরেশতা বার্তা নিয়ে এসেছে যে আপনাদের কন্যা আত্মা হয়ে আপনাদের সঙ্গে আছেন। আপনাদের মেয়ে ভালো আছে এবং আপনি জেনে খুশি হবেন যে কোন একদিন স্বর্গে আবার তার সঙ্গে আপনাদের দেখা হবে। ততদিন ভালো থাকবেন।’

আরেকটি চিঠিতে বলা হয়, ‘আপনি আপনার প্রিয় ছেলেকে হারিয়েছেন। সে আপনাকে বলতে চায় যে নতুন বাড়িতে সে খুবই ভালো ও সুখী আছে। কোন একদিন আপনাদের সঙ্গে দেখা করার অপেক্ষায় আছে সে।’

রহস্যজনক কার্ড পাওয়া একজন নারী জানান, প্রথমে ভেবেছিলেন কেউ তার সঙ্গে মজা করছেন। তিনি বলেন, ‘আমাদের চিঠির বাক্সে ওই কার্ডটা পাই আমরা। পরে জানতে পারি যে বেশ কয়েকজন প্রতিবেশীও একই ধরনের কার্ড পেয়েছেন।’

কেউ কেউ এই ধরনের চিঠি পেয়ে বলছেন, ‘এটি এক ধরনের অসুস্থ প্রবণতা।’ তবে কয়েকজনের বিশ্বাস হয়তো ভুল করে তাদের কাছে চিঠি চলে এসেছে। একজন বলেছেন, ‘যদি সত্যিই এর কোনও অর্থ থাকে তবে এটা খুব সুন্দর বার্তা, কোনও অসুস্থ মজা নয়।’

সূত্র- ফক্স নিউজ, এমএসএন নিউজ, এনজেডহেরাল্ডডটকম।

ওডি/এনএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড