• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঈদ উপলক্ষে তিন দিন পরিবহন ভাড়া ফ্রি

  আন্তর্জাতিক ডেস্ক

২৭ মে ২০১৯, ১৯:৪১
বাস
ছবি : সংগৃহীত

কদিন বাদেই পবিত্র ঈদুল ফিতর। সারা বিশ্বের মুসলমানদের কাছেই এটি সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। মুসলিম দেশগুলোতে এই দিনটিকে বেশ আয়োজনের সাথে পালন করা হয়। যারা বাড়ি থেকে দূরে থাকেন এই দিনটিকে কেন্দ্র করে তারাও ফিরে আসেন বাড়িতে ঈদের আনন্দ ভাগ করতে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তুরস্কে প্রতি বছর পরিবহন সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এই বছরও তিন দিনের জন্য তুরস্কের পরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা করা হয়েছে।

সব ধরনের পরিবহনেই এই ঘোষণা কার্যকর হবে। তুরস্কে ঈদুল ফিতর ও ঈদুল আজহার সময় মেট্রোরেল এবং লঞ্চসহ সব ধরনের পরিবহনে এই ব্যবস্থা কার্যকর করা হয়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।

দেশের জনগণের কাছে ঈদকে উপভোগ্য করে তুলতে তুরস্ক সরকার প্রতি বছরই এই ঘোষণাটি দিয়ে থাকে। এই ঘোষণাটি শুধুমাত্র তুরস্কের নাগরিকদের জন্যই না। তুরস্কে বসবাসরত অন্যান্য দেশের নাগরিকরাও এই সুবিধা ভোগ করতে পারবেন।

আধুনিক তুরস্কের জনক কামাল আতাতুর্ক দিবসেও দেশটিতে পরিবহন ভাড়া অর্ধেক করে দেওয়া হয়। তবে এই বছর আতাতুর্ক দিবসে পুরো ভাড়াই ফ্রি করে দিয়েছিল দেশটির সরকার।

এছাড়া পবিত্র রমজান মাসে পরিবহনের ভাড়ার প্রায় অর্ধেক করা হয়। খাদ্যপণ্যের দামের ওপরও থাকে বিশেষ ছাড়।

সূত্র : ডেইলি সাবাহ

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড