• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইয়েমেনে সরকার-বিদ্রোহীদের সংঘর্ষে সাত শিশুর মৃত্যু

  আন্তর্জাতিক ডেস্ক

২৭ মে ২০১৯, ১৫:৩০
ইয়েমেনে হামলা
ইয়েমেনে হামলার শিকার শিশু। (ছবিসূত্র : রয়টার্স)

ইয়েমেনের তায়েজ শহরের বিভিন্ন এলাকায় সরকার ও বিদ্রোহী মধ্যকার চলমান সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত সাত শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৬ মে) জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল ইউনিসেফ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়, ‘গত শুক্রবার (২৪ মে) মাওয়িয়া জেলার এই হামলাটি চালানো হয়। এতে নিহতদের মধ্যে সকলেই ৪ থেকে ১৪ বছর বয়সী।’

ইয়েমেনের দক্ষিণাঞ্চলে এই তায়েজ জেলার অবস্থান। ইরান-সংলগ্ন এই জেলাটি মূলত হুটি বিদ্রোহীদের দ্বারা অবরুদ্ধ। তবে এটি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত নেতৃত্বাধীন সামরিক জোট সমর্থিত সরকারী বাহিনী দ্বারা নিয়ন্ত্রিত।

ইউনিসেফ এও জানায়, ‘গত ১০ দিনে সানা ও তায়েজের বিভিন্ন অঞ্চলে সৃষ্ট সহিংসতায় এসব শিশু নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭। তাছাড়া এতে আহত হয়েছেন আরও কমপক্ষে অসংখ্য শিশু।’

আরও পড়ুন :- ব্রাজিলের কারাগারে সংঘর্ষে ১৫ বন্দির মৃত্যু

ইয়েমেনে গত চার বছর যাবত চলমান সংঘর্ষের ফলে প্রায় ২৪ মিলিয়ন লোক মানবিক সংকটের মধ্যে রয়েছে। জাতিসংঘের মতে, বর্তমানে দেশটির প্রায় দুই-তৃতীয়াংশেরও বেশি লোকের সাহায্য প্রয়োজন। এসব হামলায় হাজার হাজার মানুষ হতাহত হয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগই বেসামরিক।

সূত্র : ‘দ্য স্ট্রেইটস টাইমস’

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড