• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

ব্রাজিলের কারাগারে সংঘর্ষে ১৫ বন্দির মৃত্যু

  আন্তর্জাতিক ডেস্ক

২৭ মে ২০১৯, ১৪:৪৫
ব্রাজিলের কারাগার
ব্রাজিলের সংঘর্ষের শিকার কারাগার। (ছবিসূত্র : রয়টার্স)

ব্রাজিলের উত্তরাঞ্চলীয় আমাজনাস রাজ্যের একটি কারাগারে বন্দিদের মধ্যে সৃষ্ট সংঘর্ষে শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ১৫ জন। রবিবার (২৬ মে) কারা কর্তৃপক্ষ সংঘর্ষে এই হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে।

কর্তৃপক্ষের মতে, এ দিন স্থানীয় সময় রাত ১১টার দিকে রাজধানী মানাউস থেকে প্রায় ২৮ কিলোমিটার বা ১৭ মাইল দূরবর্তী এই কারাগারটিতে সংঘর্ষ হয়।

হতাহতের বিষয়টি নিশ্চিত করে কর্নেল মার্কোস ভিনিসিয়াস আলমেইডা এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এটি বন্দিদের মধ্যে একটি সংঘর্ষ ছিল। এর প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য এরই মধ্যে একটি তদন্ত শুরু হয়েছে।’

কর্নেল মার্কোস এও বলেছেন যে, ‘কর্তৃপক্ষ রবিবার সহিংসতার কয়েক মিনিটের মধ্যেই তাদের প্রতিক্রিয়া জানিয়েছিল।’

এর আগে ২০১৭ সালের জানুয়ারি মাসে দেশটির অপর এক কারাগার বন্দিদের মধ্যে এমনই এক বিদ্রোহ সৃষ্টি হয়েছিল। টানা ২০ ঘণ্টা স্থায়ী সেই সংঘর্ষে অন্তত ৫৬ বন্দি মারা গিয়েছিল।

আরও পড়ুন :- কাঠমন্ডুতে পৃথক বিস্ফোরণে নিহত ৪, গ্রেফতার ৯

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০১৬ সালের জুন পর্যন্ত ব্রাজিলের কারাগারে প্রায় ৭ লাখ ২৭ হাজার সাতশো ২১জন বন্দি ছিল। এসব কারাগারগুলোতে গ্যাংগুলোর মধ্যে সৃষ্ট দাঙ্গা ও উত্তেজনা অস্বাভাবিক নয়।

সূত্র : 'এনডিটিভি'

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড