• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

পদত্যাগ করেছেন পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী ও’নেইল

  আন্তর্জাতিক ডেস্ক

২৬ মে ২০১৯, ১৪:৫৯
পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী
পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী পিটার ও’নেইল। (ছবিসূত্র : রয়টার্স)

আচমকা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী পিটার ও’নেইল। দীর্ঘ সাত বছর দেশটির এই প্রধানের দায়িত্ব পালন শেষে রবিবার (২৬ মে) তিনি এই ঘোষণা দেন।

সম্প্রতি নিজের দলের হাই প্রোফাইল বেশ কয়েকজন সদস্যের পক্ষ ত্যাগ করে বিরোধী দলে যোগ দেওয়ার কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি দেশটির রাজনৈতিক বিশ্লেষকদের।

এক প্রতিবেদনে এবিসি নিউজ জানায়, ও’নেইল বেশ কিছুদিন যাবত কয়েক শত কোটি ডলার মূল্যের গ্যাস প্রকল্পসহ নানা ইস্যুতে এক রকম চাপের মধ্যে ছিলেন। যে কারণে তাকে সরকারের নানা স্তর থেকে বারংবার পদত্যাগের আহ্বান জানানো হয়।

যদিও গত সাত বছর যাবত টানা ক্ষমতায় থাকা ও’নেইল তাতে পুরোপুরি অস্বীকৃতি জানিয়েছিলেন। ফলে গত সপ্তাহে তার দলের শীর্ষ স্থানীয় বেশ কয়েকজন সদস্য পক্ষ ত্যাগ করে অন্য দলে চলে যায়।

দেশটির বিরোধীদলীয় রাজনীতিবিদরা শুক্রবার (২৪ মে) বার্তা সংস্থা রয়টার্সকে বলেছিলেন, ‘সরকার পরিবর্তন হলে ইউএসবি কর্তৃক আয়োজিত ঋণের জন্য তারা ১.২ বিলিয়ন মার্কিন ডলার (৮৩০.৭৬ মিলিয়ন ডলার) ঋণে অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ডে তদন্তের জন্য চাপ দিবেন।’

এসবের প্রেক্ষিতে একই দিন তিনি ঘোষণা করেন, ক্ষমতা অব্যাহত রাখার জন্য তার আর কোনো সমর্থন নেই। যে কারণে তিনি সাবেক প্রধানমন্ত্রী স্যার জুলিয়াস চানের কাছে নিজের ক্ষমতা হস্তান্তরের কথা বলেছেন।

রবিবার (২৬ মে) রাজধানী পোর্ট মোরেসবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা সব সময়ই সুনির্দিষ্ট স্থিতিশীলতা রক্ষা করি। এটা ভীষণই গুরুত্বপূর্ণ। আমরা সকলের দাবির প্রতি কর্ণপাত করেছি। যে কারণে সরকার পরিবর্তনে সম্মত হয়েছি।’

দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউ গিনির বর্তমান জনসংখ্যা প্রায় ৭৩ লাখ। দেশটিতে বর্তমানে একটি স্থিতিশীল ও মসৃণ ক্ষমতা হস্তান্তর চান স্যার জুলিয়াস। তিনি বলেছেন, ‘পাপুয়া নিউ গিনিকে আজকের এই অবস্থায় আনার পেছনে প্রধানমন্ত্রী হিসেবে পিটার ও’নেইল যতটুকু অবদান রয়েছে তার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ।’

আরও পড়ুন :- থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী প্রেম তিনসুলানন্দা আর নেই

‘দেশের সকল নারী ও পুরুষদের বলছি, আমাদের স্মৃতি খুব সংক্ষিপ্ত। আগামী দিনে আপনাদের অবশ্যই পিছনে ফিরে তাকাতে হবে এবং দেখতে পাবেন তিনি (ও’নেইল) ঠিক কি করেছেন। তবে জীবনের নিয়মেই আপনাদের সামনে এগিয়ে যেতে হবে।’

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড