• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী প্রেম তিনসুলানন্দা আর নেই

  আন্তর্জাতিক ডেস্ক

২৬ মে ২০১৯, ১২:৩০
থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী
সদ্য প্রয়াত থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী প্রেম তিনসুলানন্দা। (ছবিসূত্র : রয়টার্স)

দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির রাজপরিবারের প্রভাবশালী উপদেষ্টা জেনারেল প্রেম তিনসুলানন্দা মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর। রবিবার (২৬ মে) স্থানীয় সময় সকালে প্রবীণ এ রাজনীতিবিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে প্রাসাদ কর্তৃপক্ষ।

থাই রাজা মহা ভাজিরালংকর্ণ এবং তার প্রয়াত পিতা রাজা ভূমিবল আদুলয়াদেজের ব্যক্তিগত কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে প্রেম দীর্ঘদিন কাজ করে গেছেন। দেশটির গুণী এই রাজনৈতিকের মৃত্যুর কারণ এখনো পরিষ্কার করা হয়নি।

চলতি মাসের শুরুর দিকে তিনি রাজা মহা ভাজিরালংকর্ণের বৃহৎ রাজত্বের একটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন শুরু করেন। এর আগে ২০১৬ সালে তিনি তৎকালীন রাজা ভূমিবল আদুলয়াদেজের মৃত্যুর পর অল্প দিনের জন্য দেশের ভারপ্রাপ্ত শাসক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

আরও পড়ুন :- বেলজিয়ামে সংসদ নির্বাচনে প্রথম বাংলাদেশি প্রার্থী

থাইল্যান্ডের ১৬তম প্রধানমন্ত্রী প্রেম তিনসুলানন্দা ১৯৮০ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত দফায় দেশ পরিচালনা করেছেন। এর আগে তিনি দেশটির সাবেক সেনাপ্রধানের দায়িত্ব পালন করেছিলেন।

সূত্র : রয়টার্স

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড