• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

লোকসভা নির্বাচন : তারকাদের কাছেই তারকাদের হার

  আন্তর্জাতিক ডেস্ক

২৪ মে ২০১৯, ০৭:১৬
লোকসভা নির্বাচন
ভারতের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা। (ছবিসূত্র : ইন্ডিয়া টুডে)

ভারতে বর্তমানে কট্টর হিন্দুত্ববাদী রাজনীতির যে হাওয়া বইতে শুরু করেছে, তা এবারের লোকসভা নির্বাচনের মাধ্যমে আরও পাঁচ বছরের জন্য নবায়ন করা হলো। আর সেই হাওয়ার সঙ্গে ধাক্কা খেয়ে একদমই ছিটকে পড়েছেন অনেক বড় বড় প্রার্থীও। যে তালিকায় রয়েছেন খোদ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও।

জয় পাননি সালমান খুরশিদ কিংবা শীলা দীক্ষিতের মতো হেভি ওয়েট প্রার্থীও। তাছাড়া অনেক আঞ্চলিক দলগুলোও তাদের আধিপত্য ধরে রাখতে ব্যর্থ হয়েছে।

অপর দিকে কট্টর হিন্দুত্ববাদের বিজ্ঞাপন নিয়ে জয় তুলে নিয়েছেন বিজেপির হেভি ওয়েট প্রার্থীদের প্রায় সকলেই। নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাজনাথ সিং, মানেকা গান্ধী, হেমা মালিনী কিংবা স্মৃতি ইরানি—এবার কাউকেই হারের মুখ দেখতে হয়নি।

প্রতিবারের লোকসভা নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবা হয় উত্তর প্রদেশকে। কেননা সেখানেই সবচেয়ে বেশি সংখ্যক ৮০টি আসন রয়েছে। যে কারণে সেখানে হেভি ওয়েট প্রার্থীর সংখ্যাও তুলনা মূলক বেশি। যে তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সাবেক প্রধানমন্ত্রী সোনিয়া গান্ধী, কংগ্রেস প্রধান রাহুল গান্ধী ও অখিলেশ যাদবের মতো গুরুত্বপূর্ণ নাম।

এবার মোদী লড়েন বারানসি আসন থেকে। যে কারণে আসনটিতে কংগ্রেস প্রার্থী অজয় রায় কোনো ধরণের প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তোলতে পারেননি। তবে রাইবেরিলি আসন থেকে জয় পেয়েছেন সোনিয়া গান্ধী। সেখানে বিজেপি প্রার্থী ছিলেন দীনেশ প্রতাপ সিং।

দিল্লির উত্তর-পূর্ব আসনে হেরে গেছেন কংগ্রেসের প্রবীণ নেত্রী শীলা দীক্ষিত। আর কাশ্মীরের শ্রীনগর থেকে জিতেছেন জম্মু-কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের নেতা (জেকেএনসি) ফারুক আব্দুল্লাহ। তবে জম্মু-কাশ্মীরের অনন্তনাগ আসনে জয় পাননি পিডিপি নেত্রী মেহবুবা মুফতি।

একই সঙ্গে কেরালার তিরুবনন্ত পুরম আসনে জয় পেয়েছেন কংগ্রেস প্রার্থী শশী থারুর। তবে নয়াদিল্লি আসনে হেরে গেছেন দলটির হেভি ওয়েট প্রার্থী অজয় মাকেন। যদিও পূর্ব দিল্লি আসনে জিতেছেন বিজেপি প্রার্থী ও সাবেক বিশ্বকাপ জয়ী তারকা ক্রিকেট গৌতম গম্ভীর। তাছাড়া গুজরাটের গান্ধীনগর আসনে সহজ জয় পেয়েছেন বিজেপি সভাপতি অমিত শাহ।

তাছাড়া ‘বাপ-দাদার’ আসন হিসেবে পরিচিত হলেও আমেঠির আসনে পরাজয় স্বীকার করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সেখানে জয়ী হয়েছেন বিজেপি মনোনীত স্মৃতি ইরানি। অপর দিকে আজমগড়ে বিজয়ী হয়েছেন সমাজবাদী পার্টির প্রেসিডেন্ট অখিলেশ যাদব। মনপুরী আসন থেকে জয় ছিনিয়ে এনেছেন সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব।

যদিও একই প্রদেশের মাথুরা আসন থেকে জয় পেয়েছেন বিজেপি প্রার্থী ও এক সময়ের পর্দা কাঁপানো বলিউড তারকা হেমা মালিনী। একই প্রদেশের ফতেহপুর সিকরি আসনে কংগ্রেস থেকে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে গেছেন অভিনেতা রাজ বাব্বর। তবে লখনউ থেকে ঠিকই জয় পেয়েছেন রাজনাথ সিং।

তাছাড়া উত্তর প্রদেশের সুলতানপুর ও পিলভিত আসনে বিজেপির প্রার্থী ছিলেন যথাক্রমে মানেকা গান্ধী ও তার পুত্র বরুণ গান্ধী। যদিও এবার তারা দুজনই জয় পেয়েছেন বড় ব্যবধানে। তবে রামপুরে হেরে গেছেন বিজেপি প্রার্থী জয়াপ্রদা নাহাতা।

এ দিকে বাংলার প্রাণ পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবার আসনে জিতেছেন তৃণমূল প্রার্থী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজা অভিষেক ব্যানার্জি। তবে আসানসোল আসনে পরাজয় বরণ করতে হয়েছে তৃণমূলের আরেক হেভি ওয়েট প্রার্থী মুনমুন সেনকে। সেখানে জয় পেয়েছেন বিজেপির শক্তিশালী প্রার্থী বাবুল সুপ্রিয়।

আরও পড়ুন :- টানা জয়ে মোদী সরকারকে বিশ্বনেতাদের শুভেচ্ছা

তাছাড়া মহারাষ্ট্রের নাগপুর থেকে জিতেছেন বিজেপি প্রার্থী নীতীন গড়করি। বিজেপির প্রার্থী হিসেবে পাঞ্জাবের গুরদাসপুর আসন থেকে জিতেছেন চলচ্চিত্র অভিনেতা সানি দেওল। তবে মধ্য প্রদেশের ভূপাল আসনে হেরে গেছেন কংগ্রেসের দিগ্বিজয়া সিং। একইসঙ্গে মুম্বাই উত্তর আসনে হেরে গেছেন কংগ্রেসের আরেক প্রার্থী ও অভিনেত্রী উর্মিলা মাতন্ডকার। এর পাশাপাশি চণ্ডিগড় আসনে জিতেছেন বিজেপির হেভি ওয়েট প্রার্থী ও জনপ্রিয় অভিনেত্রী কিরণ খের।

সূত্র : এনডিটিভি

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড