• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

'আবারও জিতল ভারত', মোদীর টুইট

  আন্তর্জাতিক ডেস্ক

২৩ মে ২০১৯, ১৬:৪৯
ভারতের লোকসভা নির্বাচন
ছবি : সংগৃহীত

লোকসভা নির্বাচনে বিজেপির ব্যাপক জয়ের পর দেশটির প্রধানমন্ত্রী বলেন, 'আবারও জিতল ভারত'। এগিয়ে থাকার প্রবণতা বলছে, ২৯৪ আসন পাবে বিজেপি, ২০১৪ লোকসভা নির্বাচনের থেকেও এবার আসন সংখ্যা বেশী। সেসময়ে বিজেপি ২৮২টি আসনে জয়লাভ করেছিল।

ভারতের দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হতে যাওয়া নরেন্দ্র মোদী টুইট করে বলেন, 'একত্রে আমরা বেড়ে উঠেছি, একত্রেই আমরা সফল হচ্ছি। আমরা একসঙ্গে এক মজবুত ভারত তৈরি করব। আবারও ভারতের জয়'! #বিজয়ভারত'

এগিয়ে থাকার প্রবণতায় দেখা যাচ্ছে, ৩৪৫ আসনে এগিয়ে রয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট অন্যদিকে ৯১ আসন পেয়েছে কংগ্রেস নেতত্বাধীন ইউপিএ। ২০১৪ লোকসভা নির্বাচনে এনডিএ পেয়েছিল ৩৩৬টি আসন। সেবারই প্রথম, তিন দশকে কোনও দল এত সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল না। এবার বিজেপি তাও ছাড়িয়ে যাচ্ছে।

বিজেপি সভাপতি অমিত শাহ বলেন, এই জয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়ন এবং তার প্রতি মানুষের আস্থার জয়। এই জয় ভারতের জয়। ভারতের প্রায় সব রাজ্যেই মোদীর নেতৃত্বাধীন বিজেপির সংখ্যাগরিষ্ঠতা।

ওডি/এসএমএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড