• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

টুইটে জয়ীদের অভিনন্দন

পরাজিত হওয়া মানেই হেরে যাওয়া নয় : মমতা

  আন্তর্জাতিক ডেস্ক

২৩ মে ২০১৯, ১৫:৫৩
ভারতের লোকসভা নির্বাচন
ছবি : সংগৃহীত

লোকসভা নির্বাচনের পুরো সময়জুড়ে ভারত দাপিয়ে বেড়ানো নেত্রী মমতা বন্দোপাধ্যায়। যার হাত থেকে রেহাই পায়নি মোদী-শাহের কেউই। দেশজুড়ে বিজেপির জয়জয়কার, পশ্চিমবঙ্গেও মমতার ঘাড়ে চেপে হাড্ডাহাড্ডি লড়াইয়ে দলটি। আর এমন সময়ে জয়ীদের অভিনন্দন জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন।

টুইট করে তিনি বলেন, যারা জিতেছেন তাদের অভিনন্দন জানাই। আমাদের ফলাফল কী হলো তা আমরা খতিয়ে দেখব। মুখ্যমন্ত্রী বলেন, গণনা প্রক্রিয়া এখনও বাকি আছে। ইভিএমের সঙ্গে ভিভিপ্যাট মিলিয়ে দেখার কাজও বাকি আছে। সেটা হয়ে গেলে ফল নিয়ে আলোচনা করতে হবে। বলার অপেক্ষা রাখে না এই ফল তৃণমূলকে চাপে ফেলবে। এমতাবস্থায় রাজ্যে ক্ষমতায় টিকে থাকতে তৃণমূল সুপ্রিমো কী করেন সেটাই দেখার।

বিজেপি এবার পশ্চিমবঙ্গে একটু জোরেসোরেই প্রচারণা চালিয়েছে, এটা যে মমতার শক্ত ঘাঁটি, আর তিনি এমন এক নেত্রী যার সামনে প্রধানমন্ত্রীও নাস্তানাবুদ। তবে, ভোটগণনাকালে সব কিছু পাল্টে গিয়েছে। মমতার সুর এখন নরম হচ্ছে, এই রাজ্যে এখন পর্যন্ত তৃণমূল ২২টি আসন আর বিজেপি ১৯ এ। গণনার বাকি এখনও, চাপে থাকাই মমতার জন্য স্বাভাবিক।

ওডি/এসএমএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড