• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

মোদী উত্থানে পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা পাকিস্তানে

  আন্তর্জাতিক ডেস্ক

২৩ মে ২০১৯, ১৫:৩৪
ভারতের লোকসভা নির্বাচন
ছবি : সংগৃহীত

সীমান্তের এক দিকে বিজয়ের উল্লাস তো অপরদিকে ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সফলতার উন্মাদনা- এই হলো দক্ষিণ এশিয়ার পারমাণবিক ক্ষমতাধর দুই পরাশক্তির সমসাময়িক পরিস্থিতি। মোদীর জয়ের সঙ্গে চিরবৈরি দেশ পাকিস্তানের সম্পৃক্ততাও সরাসরি জড়িত। বিগত কয়েকমাসের নির্বাচনি আমেজে পাকিস্তানকে ঢাল বানিয়ে প্রচারণা চালিয়েছে মোদীর বিজেপি। দলটির জয় সুনিশ্চিত হবার সঙ্গে পাকিস্তানের তরফ থেকেও আসে উষ্ণ অভিবাদন। পারমাণবিক ওয়ারহেড ধারণসক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শাহিন-২ এর সফল পরীক্ষা সম্পন্ন করেছে পাকিস্তান। দেশটির সেনাবাহিনী বৃহস্পতিবার (২৩ মে) এমন সংবাদই জানায়।

ইতোমধ্যে বিশ্বের সর্বত্র মোদীর জয়ের সংবাদ পৌঁছে গিয়েছে। জাতীয়তাবাদী এই শাসক ফের ৫ বছরের জন্য শাসন করবে পারমাণবিক শক্তিধর ভারতকে। নির্বাচনের মাস দুয়েক আগে ভারত শাসিত কাশ্মীরের পুলওয়ামার সেনাবহরে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জৈইশ-ই-মোহাম্মদ আত্মঘাতী বোমা বিস্ফোরণ চালায় যাতে প্রায় অর্ধশত ভারতীয় বাহিনী প্রাণ হারিয়েছিল।

এই হামলাকে কেন্দ্র করে মোদী সরকারের সঙ্গে সে সময়ে পাকিস্তানের প্রায় যুদ্ধ বেঁধে গিয়েছিল। হামলার ১১ দিনের মাথায় ভারতীয় বিমান বাহিনী আচমকা পাকিস্তান সীমান্তে প্রবেশ করে বিমান হামলা চালায়। আর এই ঘটনাকে পুঁজি করে মোদীর বিজেপি দেশজুড়ে জোরেসোরে প্রচারণা চালায়। বিশেষজ্ঞরা মনে করছেন, উগ্রজাতীয়তাবাদী মোদীকে এই ঘটনাই সবচেয়ে বেশি সুবিধা দিয়েছে নির্বাচনে হট ফেভারিটের আসনে বসাতে।

আরও পড়ুন : পাকিস্তান ও বাংলাদেশকে একই মানদণ্ডে বিচার করে বিজেপি

নির্বাচন শুরুর আগে মোদীর তরফ থেকে আবেগপ্রবণ ভারতীয়দের জন্য আসে নতুন চমক। ভারতের মাটিতে বসেই মহাশূন্যে থাকা স্যাটেলাইট ধ্বংস করতে সক্ষম ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় তারা। একটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করার মাধ্যমে বিশ্বের চতুর্থ দেশ হিসেবে ভারতীয়রা আবির্ভূত হয় বিশ্ব দরবারে। মোদী সমর্থকদের দৃষ্টিতে বিশ্বের দরবারে মোদীই ভারতীয়দের প্রতিচ্ছবিকে উজ্জ্বল করেছেন যা ভারতীয়দের আবেগেকে জয় করেছে। 'নিউ ইয়র্ক টাইমস'

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড