• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

নজরদারি বৃদ্ধিতে মহাকাশে স্যাটেলাইট পাঠাল ভারত

  আন্তর্জাতিক ডেস্ক

২২ মে ২০১৯, ১১:০৯
ভারতের রিস্যাট-২বি স্যাটেলাইট
মহাকাশে উৎক্ষেপিত ভারতের রিস্যাট-২বি স্যাটেলাইট। (ছবিসূত্র : দ্য কুইন্ট)

মহাকাশে নজরদারি বৃদ্ধির অংশ হিসেবে আরও একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করল ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো। বুধবার (২২ মে) স্থানীয় সময় ভোর সাড়ে পাঁচটার দিকে অন্ধ্রপ্রদেশ রাজ্যের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে রিস্যাট-২বি মডেলের স্যাটেলাইটটি মহাকাশে উৎক্ষেপিত হয়।

ইসরোর দাবি, অতি অত্যাধুনিক এই স্যাটেলাইটটি আকাশ যতটাই মেঘাচ্ছন্ন থাকুক না কেন যেকোনো আবহাওয়াতেই এটি কাজ করতে সক্ষম।

এর আগে এই স্যাটেলাইট উৎক্ষেপণ নিয়ে গত মঙ্গলবার (২১ মে) রাত থেকেই শুরু হয়ে যায় কাউন্ট-ডাউন। পরে বুধবার ভোর ৫টা ৩০ মিনিটের দিকে পিএসএলভি সি-৪৬ রকেটে করে মহাকাশের উদ্দেশে পাড়ি জমায় রিস্যাট-২বি মডেলের স্যাটেলাইটটি। যেখানে রকেট পিএসএলভি সি-৪৬ পৃথিবীর বলয় অতিক্রম করতে সময় নেয় মাত্র ১৫ মিনিট।

এ দিকে ইসরোর চেয়ারম্যান কে সিভান সফল এই মিশনকে ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আখ্যায়িত করেছেন। তার মতে, 'শক্তিশালী এই স্যাটেলাইটটি মহাকাশ থেকে পৃথিবীতে নজরদারি চালানোর ক্ষেত্রে অত্যন্ত উচ্চ ক্ষমতাসম্পন্ন। এটি প্রযুক্তিগত দিক থেকেও অন্যান্য স্যাটেলাইটের চেয়ে অনেকটা এগিয়ে।'

ইসরোর এই চেয়ারম্যান আরও বলেন, ‘রিস্যাট-২বি স্যাটেলাইটটি মূলত পাক-ভারত সীমান্তে সেনা ক্যাম্প ও দুদেশের নিয়ন্ত্রণ রেখা এলাকায় নজরদারি চালাবে। এটি যেকোনো সময় সীমান্তে অনুপ্রবেশ দেখলেই তাৎক্ষণিক ভারতীয় সামরিক বাহিনীকে সতর্ক করে দিবে।’

অপর দিকে ইসরো কর্তৃপক্ষ জানায়, রিস্যাট-২বি হলো মহাকাশে ভারতের উৎক্ষেপিত ৪৮তম স্যাটেলাইট। নতুন এই উপগ্রহটির ওজন প্রায় ৬১৫ কিলোগ্রাম। চলতি ১৭তম লোকসভা নির্বাচনের ফল প্রকাশের ঠিক আগমুহূর্তে মহাকাশ গবেষণায় দেশবাসীকে নতুন এক সাফল্য দেখাল ভারত।

এর আগে ২০০৯ সালে পিএসএলভি সি-৪৬ রকেটে করে রিস্যাট-২ মডেলের আরও একটি স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছিল ভারত। এবার রিস্যাট-২বি নাম দিয়ে মহাকাশে পাঠানো হলো তারই উন্নত সংস্করণটি।

বিশ্লেষকদের দাবি, শক্তিশালী এই উপগ্রহটি ভারতের জন্য ভীষণ ফলপ্রসূ হবে। কেননা মহাকাশ থেকে পৃথিবীকে খুব ভালোভাবে পর্যবেক্ষণের মতো উচ্চ ক্ষমতা রয়েছে এই স্যাটেলাইটটির। যে কারণে তার ক্ষমতা দেশের উন্নয়নে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করে ইসরো।’

আরও পড়ুন :- মার্কিন হুঁশিয়ারি উপেক্ষা : কৃত্রিম দ্বীপ নির্মাণের পথে চীন

ইসরো চেয়ারম্যান কে সিভানের এক মুখপাত্র বলেন, ‘রিস্যাট-২বির সিনথেটিক অ্যাপারচারের টানা ২৪ ঘণ্টাই মহাকাশ থেকে ছবি তুলে পৃথিবীতে পাঠানোর সক্ষমতা রয়েছে। এমনকি প্রচণ্ড মেঘলা আবহাওয়াতেও এই উপগ্রহ সেখান থেকে পরিষ্কার ছবি পাঠাতে পারবে। যে কারণে আমরা আশা করছি, আগামী পাঁচ বছরের মধ্যে এটি সেনাবাহিনীর কাজেও লাগবে। তাছাড়া সীমান্তে নজরদারি চালাতেও রিস্যাট-২বি বিশেষভাবে কাজে লাগবে।’

সূত্র : 'এনডিটিভি'

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড