• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

সড়ক দুর্ঘটনায় ফিলিপাইনে নিহত ৬, আহত ১৮

  আন্তর্জাতিক ডেস্ক

২১ মে ২০১৯, ২১:৩৬
ফিলিপাইন
আলবেই সড়ক দুর্ঘটনা; (ছবি ; সংগৃহীত)

ফিলিপাইনের উত্তরাঞ্চলে একটি যাত্রীবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর গিরিখাতে পড়ে গিয়ে ৬ জন নিহত এবং ১৮ জন গুরুতর আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মঙ্গলবার (২১ মে) এই ঘটনা ঘটেছে বলে তথ্য নিশ্চিত করে বিবৃতি দিয়েছে স্থানীয় পুলিশ মুখপাত্র। 'সিনহুয়া'

পুলিশ মুখপাত্রের ওই বিবৃতিতে বলা হয়, মানিলা থেকে প্রায় ৪০০ কিলোমিটার দক্ষিণপূর্বে অবস্থিত আলবেই প্রদেশের একটি গ্রামে মঙ্গলবার স্থানীয় সময় বেলা সাড়ে তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার সময় প্রায় ৩০ জন যাত্রী গাড়ির বাইরে বের হয়ে আসতে পেরেছিলেন তা না হলে হতাহতের সংখ্যা আরও বেশি হতো।

দুর্ঘটনার প্রাথমিক তদন্তে বেড়িয়ে এসেছে, গাড়িটির ব্রেকিং সিস্টেম ঠিক ছিল না তাই এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পরপরই গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন।

বহুল আসন বিশিষ্ট দীর্ঘ এই যাত্রীবাহী গাড়িগুলো ফিলিপাইনের সবচেয়ে জনপ্রিয় পাব্লিক ট্রান্সপোর্ট। দীর্ঘ কয়েক দশক ধরেই ফিলিপাইনের রাস্তায় দাপটের সাথে যাত্রী সেবা দিয়ে আসছিল এই পরিবহনগুলো।

ওডি/কেএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড