• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

আলোচনার সময় হয়নি, প্রতিরোধই একমাত্র ব্যবস্থা : রুহানি

  আন্তর্জাতিক ডেস্ক

২১ মে ২০১৯, ১৩:৩৪
হাসান রুহানি
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। (ছবিসূত্র : দ্য মানি কন্ট্রোল)

ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতময় পরিস্থিতির মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও হাসান রুহানির পাল্টাপাল্টি বক্তব্য এই উত্তেজনাকে এবার আরও একটু উস্কে দিয়েছে। সোমবার (২০ মে) ইরানি বার্তা সংস্থা ইরনাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, ‘আমি আলোচনা ও কূটনীতির পক্ষে আগ্রহী, তবে কখনই তা বর্তমান অবস্থার অধীনে নয়।’

রুহানি বলেন, ‘আজকের পরিস্থিতি আলোচনার জন্য উপযুক্ত নয়। যে কারণে এখন আমাদের একমাত্র ব্যবস্থাই হচ্ছে প্রতিরোধ। তবে তা যেন হয় অতি শক্ত এবং সফল।’

এ দিকে একই দিন পেনসিলভানিয়ার এক অনুষ্ঠানে অংশ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ‘মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থের বিরুদ্ধে কোনো কিছু করার চেষ্টা করলে ইরানকে অবশ্যই বিরাট শক্তির মোকাবেলা করতে হবে। যা তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার সম্পর্ককে ক্রমশ প্রতিকূলতার দিকে নিয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘আমি মনে করি; তেহরানের পক্ষ থেকে এখন যদি কোনো বিতর্কিত পদক্ষেপ গ্রহণ করা হয় তাহলে তা হবে তাদের বড় একটা ভুল। তাই তেহরানকে অবশ্যই শান্ত থেকে আলোচনার মাধ্যমে আমাদের সঙ্গে আপোষ করতে হবে।’

আরও পড়ুন :- যুদ্ধে জড়ালে ইরান ধ্বংস হয়ে যাবে : ট্রাম্প

এর আগে গত বছর ইরানের স্বাক্ষরিত ছয় জাতি পরমাণু চুক্তি থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে বের করে নেন। একইসঙ্গে ২০১৫ সালে হওয়া সেই চুক্তিকে তিনি একটি অকার্যকর ও বাতিল চুক্তি দাবি করে তেহরানের তেল বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করেন। মূলত এর প্রেক্ষিতে গত প্রায় এক বছর যাবত দুদেশের মধ্যকার সম্পর্ক ক্রমশ অবনতির দিকে যাচ্ছে, যা এখনও অব্যাহত আছে।

সূত্র : 'রয়টার্স'

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড