• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

নির্বাচনের জরিপ প্রকাশে চাঙ্গা হয়ে উঠেছে ভারতের শেয়ারবাজার

  আন্তর্জাতিক ডেস্ক

২০ মে ২০১৯, ১৬:৫৬
ভারত
ভারতের শেয়ারবাজারের লাইভ আপডেট; (ছবি ; সংগৃহীত)

ভারতের লোকসভা নির্বাচনে সপ্তম দফার ভোট গ্রহণ শেষে রবিবার (১৯ মে) সন্ধ্যায় বুথফেরত জরিপে দেখা যায় আগামী ৫ বছরের জন্য ভারতের ক্ষমতায় আসবে বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রাটিক এলায়েন্স (এনডিএ)। এই সমীক্ষা প্রকাশের পর সোমবার (২০ মে) ভারতের রুপির মূল্য বৃদ্ধির পাশাপাশি শেয়ারবাজার আবার চাঙ্গা হয়ে উঠেছে। 'দ্য হিদুস্থান টাইমস'

এই জরিপ প্রকাশের পরদিন বাজার শুরু হওয়ার সাথে সাথে দেশটির বড় বড় বেঞ্চমার্ক সূচকের দামবৃদ্ধি পেতে শুরু করে। মুম্বাইভিত্তিক শেয়ারবাজার বোম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসআই) প্রধান সূচক সেনসেএক্স ছাড়াও নিফটির বাজারদর বাড়তে শুরু করে। মোট ৩০টি শেয়ার সূচক ১৩৪১ পয়েন্ট অর্থাৎ ৩.৫৪ শতাংশ পর্যন্ত ব্যবসা করেছে। সেনসেক্সের সূচক ১৩০০ পয়েন্ট এবং নিফটি ১৮০০ পয়েন্ট পর্যন্ত বৃদ্ধি পায়।

সেনসেক্স সূচকের মালিকানার আওতায় এসবিআই, ইয়েসন ব্যাংক, টাটা মটরস, এল এন্ড টি, আইসিআইসিআই ব্যাংক, ইন্দুসিন্ধ ব্যাংক, ওএনজিসি, মারতি, এম এন্ড এম, এক্সিস ব্যাংক, আরআইএল, হিরো মটোকপ, এইচডিএফসি, ভেদান্তা, এশিয়ান পেইন্টস, টাটা স্টিল এন্ড বাজাজ ফাইন্যান্সের বাজার দর ৭ শতাংশ পর্যন্ত বেড়েছে। ডলার প্রতি ভারতীয় রুপির মূল্য আগের থেকে ৬৯ পয়সা বেড়ে ৬৯.৫৩ রুপিতে পৌঁছেছে।

বিশেষজ্ঞদের ধারণা, নির্বাচনের আনুষ্ঠানিক ফল প্রকাশের আগে শেয়ার বাজারের অবস্থার তেমন কোনো পরিবর্তন থাকবে না। অর্থাৎ আগামী দুই দিন ভারতের শেয়ার বাজার চাঙ্গা থাকছে।

এর আগে ২০১৪ সালের লোকসভা নির্বাচনের শেষেও একই চিত্র দেখা গিয়েছিল। তখনও বুথফেরত সমীক্ষায় বিজেপির সরকার গড়ার ইঙ্গিত মেলার পর লাফিয়ে বেড়েছিল শেয়ারবাজার।

লোকসভা নির্বাচনকালীন জব্দকৃত সম্পদের পরিসংখ্যান প্রকাশ করেছে ভারতের নির্বাচন কমিশন। রবিবার (১৯ মে) প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে নির্বাচন কমিশন ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী এই সময়ে ৮৩৯.৩ কোটি রুপির নগদ অর্থ , ১২৭০ দশমিক ৩৭ কোটি রুপি মূল্যের মদ ও মাদক এবং ৯৮৬ দশমিক ৭৬ কোটি রুপি মূল্যের মূল্যবান ধাতু মিলিয়ে প্রায় সাড়ে তিন হাজার কোটি রুপি অর্থের সম্পদ জব্দ করেছে।

ওডি/কেএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড