• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

মিসরে পর্যটকবাহী বাসে বিস্ফোরণ, আহত ১৭

  আন্তর্জাতিক ডেস্ক

২০ মে ২০১৯, ১৪:৪১
বাসে বিস্ফোরণ
মিসরে বোমা বিস্ফোরণের শিকার পর্যটকবাহী বাস। (ছবিসূত্র : এনবিসি নিউজ)

উত্তর আফ্রিকার দেশ মিসরের গিজায় পিরামিডের কাছে এক পর্যটকবাহী বাসকে লক্ষ্য করে চালানো বোমা হামলায় শেষ খবর পাওয়া পর্যন্ত গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ১৭ জন।

নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, রবিবার (১৯ মে) স্থানীয় সময় বিকালে বাসটি বিমানবন্দর থেকে ২৫ আফ্রিকান পর্যটককে বহন করে পিরামিড এলাকায় যাচ্ছিল। এ সময় চালক যখন বাসটিকে নিয়ে একটি নির্মাণাধীন জাদুঘর অতিক্রম করছিলেন তখনই সড়কের পাশ থেকে একটি বোমা আচমকা বিস্ফোরিত হয়।

মূলত এতেই এ হতাহতের ঘটনা ঘটে। যাদের মধ্যে গুরুতর অবস্থায় শিশুসহ অন্তত চারজন পর্যটককে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তবে নির্মম এই হামলার প্রকৃত কারণ এবং কারা এর সঙ্গে জড়িত তা এখনো নিশ্চিত করা যায়নি।

মিসরীয় পর্যটন মন্ত্রী রানিয়া এ আল মাশিয়াত বলেন, ‘বোমা বিস্ফোরণের সময় বাসটিতে মোট ২৮ জন আরোহী ছিলেন। এতে বাসটির সব গ্লাস ভেঙে গেছে, তবে যাত্রীরা বেঁচে আছেন, যদিও তাদের অনেকের অবস্থা বেশ আশঙ্কাজনক।’

একজন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আমি ট্রাফিকে বসে খুব জোরে একটি বিস্ফোরণের শব্দ শুনেছি। পরে কাছে গেলে বাসটিতে থাকা আহত লোকদের দেখতে পাই। তখন বাসের পেছনে থাকা একটি প্রাইভেট কারও সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।’

এ দিকে দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘এখন পর্যন্ত আমাদের তিনজন নাগরিক চিকিৎসার জন্য মিসরের হাসপাতালগুলোতে রয়েছেন। তাছাড়া খুব শিগগিরই বাকিদের দেশে ফিরিয়ে আনা হবে।’

আরও পড়ুন :- ব্রাজিলে সন্ত্রাসী হামলায় নিহত ১১

এর আগে গত বছরের ডিসেম্বর মাসে গিজা পিরামিড থেকে ৪ কিলোমিটার (২.৫ মাইল) দূরবর্তী এলাকায় আরও একটি পর্যটকবাহী বাসে বোমা হামলা চালানো হয়। এতে তিনজন ভিয়েতনামি পর্যটকসহ তাদের একজন মিসরীয় গাইড মারা যান। মর্মান্তিক সেই বোমা হামলায় কমপক্ষে ১০ জন আহত হন।

সূত্র : ‘রয়টার্স’

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড