• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ন্যাটোর বিমান হামলায় ১১ তালিবান নিহত

  আন্তর্জাতিক ডেস্ক

২০ মে ২০১৯, ১৪:০৮
তালিবানদের ওপর ন্যাটোর বিমান হামলা
ছবি : সংগৃহীত

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ফারাহের তালিবান অবস্থিত অঞ্চলে ন্যাটো নেতৃত্বাধীন জোটের রাতভর চালানো বিমান হামলায় ১১ জঙ্গি নিহত হয়েছে বলে স্থানীয় পুলিশ জানায়। প্রাদেশিক পুলিশ মুখপাত্র মুহিবুল্লাহ মুহিব বলেন, 'রবিবার (১৯ মে) রাতে ফারাহ প্রদেশের বালা বুলুক জেলার আশেপাশের এলাকায় জোট বাহিনী কর্তৃক বিমান হামলায় অন্তত ১১ তালিবান জঙ্গি নিহত হয়েছে।'

পুলিশ কর্মকর্তা আরও জানান, প্রাদেশিক রাজধানী ফারাহ নগরীর প্রত্যন্ত অঞ্চলে জঙ্গিদের ৪টি গাড়িও ধ্বংস হয় বিমান হামলায়। গত কয়েক মাস ধরে ন্যাটো নেতৃত্বাধীন জোটের সমর্থক আফগান নিরাপত্তা বাহিনী জঙ্গিদের বিরুদ্ধে স্থল ও বিমান হামলার মাত্রা বাড়িয়েছে।

চলতি বছরের শুরুতে প্রদেশটিতে নিরাপত্তা বাহিনী ও তালিবানদের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়েছে। কারণ দেশটিতে বসন্ত ও গ্রীষ্মকালীন সময়কে যুদ্ধের সময় হিসেবে মানা হয়। তালিবানদের পক্ষ থেকে হামলার ব্যাপারে এখনো কোনো বিবৃতি দেয়া হয়নি।

ওডি/এসএমএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড