• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

আফগানিস্তানে বিমান হামলায় ১৫ জঙ্গি নিহত

  আন্তর্জাতিক ডেস্ক

১৯ মে ২০১৯, ১৭:৩৬
আফগানিস্তান
আফগানিস্তানে আবার বিমান হামলা; (ছবি ; সংগৃহীত)

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হেলমান্দ তালিবানদের শক্ত ঘাটি হিসেবে এবং পপি চাষের জন্য বিখ্যাত। শনিবার (১৮ মে) হেলমান্দ প্রদেশের কয়েকটি অঞ্চলে বিমান হামলায় ১৫ জন জঙ্গি নিহত হয়েছে। রবিবার (১৯ মে) এ তথ্য নিশ্চিত করে বিবৃতি দিয়েছে দেশটির সরকারি প্রশাসন। 'সিনহুয়া'

সরকারি প্রশাসনের তাওহিদ সেন্টার ( প্রেসিডেন্সিয়াল তথ্য সমন্বয়ক কেন্দ্র) থেকে ওই বিবৃতিতে বলা হয়েছে, হেলমান্দ প্রদেশের সাঙ্গিন, নাদ আলী ও মুসা কালি জেলায় বিমান হামলা চালানো হয়েছে। এই অভিযানে ১৫ জঙ্গি সদস্য নিহত হয়েছে।

তবে ঐ বিবৃতিতে এই বিমান হামলার বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। এই হামলা আফগানিস্তান বিমান বাহিনী চালিয়েছে নাকি ন্যাটো কর্তৃক চালানো হয়েছে সে বিষয়েও কিছু জানানো হয়নি।

বিগত কয়েক মাস ধরে আফগানিস্তান বিমান বাহিনী ও ন্যাটোর সম্মিলিত যৌথ বাহিনী আফগানিস্তানের জঙ্গি আস্তানাগুলোতে বিমান হামলা চালিয়ে আসছে। তবে হামলার বিষয়ে আফগানিস্তান বিমান বাহিনী বা ন্যাটো থেকেও কোনো বিবৃতি দেওয়া হয়নি।

ওডি/কেএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড